ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ১৮তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে খেলতে নামা সুইস কিংবদন্তি রজার ফেদেরার। চতুর্থ রাউন্ডে তিনি স্পেনের রবার্তো বতিস্তাকে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন। কোয়ার্টার ফাইনালে এ সুইস তারকা ফ্রান্সের গায়েল মনফিলসের মুখোমুখি হবেন। মনফিলস চতুর্থ রাউন্ডে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৭-৫, ৭-৬, ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন। পুরুষ এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন চেক প্রজাতন্ত্রের টমাস বারডিচ এবং ক্রোয়েশিয়ার ম্যারিন সিলিচও। এদিকে মেয়েদের এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ড্যানিশ তরুণী ক্যারোলিন উজনিয়াকি। তিনি ইতালিয়ান তারকা সারা ইরানিকে ৬-০, ৬-১ গেমে হারিয়েছেন কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালে উজনিয়াকি মুখোমুখি হবেন চীনের পেঙ সুয়াইয়ের। চীনা এ টেনিস তারকা কোয়ার্টার ফাইনালে সুইস তরুণী বেলিন্ডা বেনচিচকে ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন। পেঙ তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম সেমিফাইনালে মুখোমুখি হয়েছেন। এর আগে ৩৬টা গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট খেলে সর্বোচ্চ চতুর্থ রাউন্ড পর্যন্ত খেলেছিলেন তিনি। পেঙের আগে চীনা তারকা হিসেবে লি না ও ঝ্যাঙই কেবল গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে পেরেছেন। লি না অবশ্য প্রথম এশিয়ান হিসেবে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয় করেছেন। এদিকে পেঙ ক্যারিয়ারের ৩৭তম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট খেলতে নেমে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছেন। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর পেঙ বলছেন, ‘৩৭তম গ্র্যান্ডস্লাম! এটা সত্যিই অসাধারণ কিছু। আমি টেনিস ভালবাসি। তবে এখানে আসার জন্য আমাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। একটা সময় আমি হতাশ হয়ে পড়েছিলাম। তবে আমার কোচ এবং আমার বাবা-মাই আমাকে লড়াই করার জন্য সাহস যুগিয়েছেন। লড়াই করার ফলই পাচ্ছি আমি।’ রজার ফেদেরার গত মাসেই সিনসিনাত্তি ওপেনে ফ্রান্সের মনফিলসের মুখোমুখি হয়েছিলেন। সে ম্যাচে জয়ও পেয়েছিলেন তিনি। ক্যারিয়ারে এর আগে ৯ বার মুখোমুখি হয়েছেন ফেদেরার-মনফিলস। এর মধ্যে ৭ বারই জয় পেয়েছেন সুইস তারকা। তবে সেমিফাইনালের লড়াইটাকে কঠিন বলেই মনে করছেন ফেদেরার। ‘মনফিলস দারুণ টেনিস খেলেন। সেমিফাইনালের ম্যাচটা কঠিন হবে বলেই আমার বিশ্বাস।’
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
চমকে দিয়ে সেমিতে পেঙ
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর