ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ১৮তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে খেলতে নামা সুইস কিংবদন্তি রজার ফেদেরার। চতুর্থ রাউন্ডে তিনি স্পেনের রবার্তো বতিস্তাকে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন। কোয়ার্টার ফাইনালে এ সুইস তারকা ফ্রান্সের গায়েল মনফিলসের মুখোমুখি হবেন। মনফিলস চতুর্থ রাউন্ডে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৭-৫, ৭-৬, ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন। পুরুষ এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন চেক প্রজাতন্ত্রের টমাস বারডিচ এবং ক্রোয়েশিয়ার ম্যারিন সিলিচও। এদিকে মেয়েদের এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ড্যানিশ তরুণী ক্যারোলিন উজনিয়াকি। তিনি ইতালিয়ান তারকা সারা ইরানিকে ৬-০, ৬-১ গেমে হারিয়েছেন কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালে উজনিয়াকি মুখোমুখি হবেন চীনের পেঙ সুয়াইয়ের। চীনা এ টেনিস তারকা কোয়ার্টার ফাইনালে সুইস তরুণী বেলিন্ডা বেনচিচকে ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন। পেঙ তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম সেমিফাইনালে মুখোমুখি হয়েছেন। এর আগে ৩৬টা গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট খেলে সর্বোচ্চ চতুর্থ রাউন্ড পর্যন্ত খেলেছিলেন তিনি। পেঙের আগে চীনা তারকা হিসেবে লি না ও ঝ্যাঙই কেবল গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে পেরেছেন। লি না অবশ্য প্রথম এশিয়ান হিসেবে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয় করেছেন। এদিকে পেঙ ক্যারিয়ারের ৩৭তম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট খেলতে নেমে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছেন। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর পেঙ বলছেন, ‘৩৭তম গ্র্যান্ডস্লাম! এটা সত্যিই অসাধারণ কিছু। আমি টেনিস ভালবাসি। তবে এখানে আসার জন্য আমাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। একটা সময় আমি হতাশ হয়ে পড়েছিলাম। তবে আমার কোচ এবং আমার বাবা-মাই আমাকে লড়াই করার জন্য সাহস যুগিয়েছেন। লড়াই করার ফলই পাচ্ছি আমি।’ রজার ফেদেরার গত মাসেই সিনসিনাত্তি ওপেনে ফ্রান্সের মনফিলসের মুখোমুখি হয়েছিলেন। সে ম্যাচে জয়ও পেয়েছিলেন তিনি। ক্যারিয়ারে এর আগে ৯ বার মুখোমুখি হয়েছেন ফেদেরার-মনফিলস। এর মধ্যে ৭ বারই জয় পেয়েছেন সুইস তারকা। তবে সেমিফাইনালের লড়াইটাকে কঠিন বলেই মনে করছেন ফেদেরার। ‘মনফিলস দারুণ টেনিস খেলেন। সেমিফাইনালের ম্যাচটা কঠিন হবে বলেই আমার বিশ্বাস।’
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
চমকে দিয়ে সেমিতে পেঙ
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর