ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ১৮তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে খেলতে নামা সুইস কিংবদন্তি রজার ফেদেরার। চতুর্থ রাউন্ডে তিনি স্পেনের রবার্তো বতিস্তাকে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন। কোয়ার্টার ফাইনালে এ সুইস তারকা ফ্রান্সের গায়েল মনফিলসের মুখোমুখি হবেন। মনফিলস চতুর্থ রাউন্ডে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৭-৫, ৭-৬, ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন। পুরুষ এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন চেক প্রজাতন্ত্রের টমাস বারডিচ এবং ক্রোয়েশিয়ার ম্যারিন সিলিচও। এদিকে মেয়েদের এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ড্যানিশ তরুণী ক্যারোলিন উজনিয়াকি। তিনি ইতালিয়ান তারকা সারা ইরানিকে ৬-০, ৬-১ গেমে হারিয়েছেন কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালে উজনিয়াকি মুখোমুখি হবেন চীনের পেঙ সুয়াইয়ের। চীনা এ টেনিস তারকা কোয়ার্টার ফাইনালে সুইস তরুণী বেলিন্ডা বেনচিচকে ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন। পেঙ তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম সেমিফাইনালে মুখোমুখি হয়েছেন। এর আগে ৩৬টা গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট খেলে সর্বোচ্চ চতুর্থ রাউন্ড পর্যন্ত খেলেছিলেন তিনি। পেঙের আগে চীনা তারকা হিসেবে লি না ও ঝ্যাঙই কেবল গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে পেরেছেন। লি না অবশ্য প্রথম এশিয়ান হিসেবে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয় করেছেন। এদিকে পেঙ ক্যারিয়ারের ৩৭তম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট খেলতে নেমে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছেন। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর পেঙ বলছেন, ‘৩৭তম গ্র্যান্ডস্লাম! এটা সত্যিই অসাধারণ কিছু। আমি টেনিস ভালবাসি। তবে এখানে আসার জন্য আমাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। একটা সময় আমি হতাশ হয়ে পড়েছিলাম। তবে আমার কোচ এবং আমার বাবা-মাই আমাকে লড়াই করার জন্য সাহস যুগিয়েছেন। লড়াই করার ফলই পাচ্ছি আমি।’ রজার ফেদেরার গত মাসেই সিনসিনাত্তি ওপেনে ফ্রান্সের মনফিলসের মুখোমুখি হয়েছিলেন। সে ম্যাচে জয়ও পেয়েছিলেন তিনি। ক্যারিয়ারে এর আগে ৯ বার মুখোমুখি হয়েছেন ফেদেরার-মনফিলস। এর মধ্যে ৭ বারই জয় পেয়েছেন সুইস তারকা। তবে সেমিফাইনালের লড়াইটাকে কঠিন বলেই মনে করছেন ফেদেরার। ‘মনফিলস দারুণ টেনিস খেলেন। সেমিফাইনালের ম্যাচটা কঠিন হবে বলেই আমার বিশ্বাস।’
শিরোনাম
- পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে আহত ৩
- ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত
- বাংলাদেশের চারটি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত
- নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত, আহত ২
- নতুন নেতৃত্বে চলচ্চিত্র পরিচালক সমিতি
- জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
- দোসরদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে সরকার
- কুতুবদিয়ায় মাছ ধরার সময় আটক দুই নৌকা, মুচলেকায় মুক্ত
- চাঁবিপ্রবিতে জিএসটি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ
- দ্রুত সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা মার্চ : নাহিদ
- ‘সর্ষের মধ্যে ভূত থাকলে সে ভূত তাড়াবে কে’
- শেওড়াপাড়ায় বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার
- সরকারের বরাদ্দের চাল এখনও পাননি কুতুবদিয়ার নিবন্ধিত জেলেরা
- আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- নোয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধে হামলায় আহত আট, আটক ১০
- মৌলভীবাজারে পুশইন হওয়া ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর
- ‘শেখ মুজিবের করা কালো আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে’
- পারভেজ হত্যা মামলায় গ্রেফতার ফারিয়া রিমান্ডে
- কুঠিবাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বর্ণিল আয়োজন