দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অসাধারণ ফুটবল নৈপুণ্য দেখিয়ে শিরোপা জয় করেছিল স্পেন। ঠিক সেই দলটাকেই ব্রাজিলে নিয়ে গিয়েছিলেন কোচ ভিসেন্ট দেল বস্ক। তবে এবার ব্যর্থ হলো স্প্যানিয়ার্ডরা। নেদারল্যান্ড এবং চিলির কাছে হেরে ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল দেল বস্কের শিষ্যরা। বিশ্বকাপের পর সেই দলের অনেককেই হারিয়েছে স্পেন। জাভি হার্নান্দেজ, জাভি আলোনসো এবং কার্লোস পুয়লের মতো তারকা ফুটবলাররা অবসর নিয়েছেন জাতীয় দল থেকে। দল থেকে বাদ পড়েছেন আরও অনেকেই। আজ ফ্রান্সের বিপক্ষে প্রীতিম্যাচ খেলতে নামছে স্পেন। এই দলে থাকছেন না ইনজুরি আক্রান্ত ইনিয়েস্তাও।
মূলত নতুনদের নিয়েই দল গঠন করেছেন দেল বস্ক। এটাকে একটা বিপ্লব বলে উল্লেখ করছে মিডিয়াগুলো। পুরনোদের ছেড়ে নতুনদের দিকেই বেশি দৃষ্টি দিচ্ছেন স্প্যানিশ কোচ। তবে দেল বস্ক বলছেন, 'সবার জন্যই দরজা খোলা থাকবে। বিশ্বকাপের দল থেকে অনেককেই বাদ দেওয়া হয়েছে বিভিন্ন কারণে। তবে তাদের জন্যও দলে আসার সুযোগ থাকবে।' প্রথম একাদশের অনেকেই স্প্যানিশ দলে আজ নতুন। এদের মধ্যে আজই অভিষিক্ত হতে পারেন পাচো আলকাসের এবং গোলরক্ষক কিকো ক্যাসিয়া। অভিষেক হতে পারে ডিফেন্ডার মাইকেল স্যান হোসে ও দানি কারভাহাল এবং মিডফিল্ডার রাউল গার্সিয়ারও। পুরনোদের মধ্যে আজ দলে থাকছেন সেস ফ্যাব্রিগাস, বাসকুয়েটস, ডেভিড সিলভা, পেদ্রো রদ্রিগেজ ও দিয়েগো কস্তারা। ২০১৬ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব খেলতে নামবে স্পেন ৮ সেপ্টেম্বর। প্রথম ম্যাচেই মেসিডোনিয়ার মুখোমুখি হবে স্প্যানিশরা। ইউরো চ্যাম্পিয়নশিপের জন্যই দল প্রস্তুত করছেন দেল বস্ক।
এদিকে আজ প্রীতিম্যাচ খেলতে নামছে ইউরোপের সেরা দলগুলো। মুখোমুখি হচ্ছে ইতালি-নেদারল্যান্ডস, বেলজিয়াম-অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া-সাইপ্রাস, বসনিয়া-লিচটেনস্টাইন, সুইডেন-এস্তোনিয়া এবং স্লোভাকিয়া-মাল্টা।