শ্রীলঙ্কা সফরে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের জন্য নিজেকেই দায়ী করলেন অধিনায়ক মিসবাহ-উল-হক। তিনি ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বলেই পাকিস্তানও ভালো করতে পারেনি। টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে পাকিস্তান। ২০১০ সালে অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তান দলের ব্যাটিং লাইনআপের মূল স্তম্ভ হয়ে যান মিসবাহ। গত বছর ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ১৩৭৩ রান করেন তিনি। কিন্তু ৪০ বছর বয়সী মিসবাহ শ্রীলঙ্কা সফরে ছিলেন একদম নিষ্প্রভ। দুই টেস্ট এবং তিন ওয়ানডে ম্যাচে তার মোট রান ছিল ৬৭। মিসবাহ বলেন, 'আমি চাপ দিলে কোনো সমস্যার সমাধান হবে না, একজন ব্যাটসম্যান হিসেবে আমি সেখানে কোনো অবদান রাখতে পারিনি এবং এটা ছিল বড় বিষয়। যত তাড়াতাড়ি সম্ভব ফর্মে ফেরা দরকার। দলের একজন সিনিয়র ব্যাটসম্যান হিসেবে আমার দায়িত্ব অনেক।' শ্রীলঙ্কার বিপক্ষে বলতে গেলে মুখ থুবড়েই পরেছিল পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং তো আছেই এমনকি ফিল্ডিংয়েও তাদের অনেক দুর্বলতা দেখা গেছে। সবমিলিয়েই লঙ্কানদের কাছে পরাজিত হয়েছে পাকিস্তান। এর জন্য অবশ্য কেবলমাত্র অধিনায়ক মিসবাহই দায়ী নন, দলের অন্যরাও সমান দায়ী। এই অবস্থা থেকে উত্তরণের জন্য অধিনায়কের সঙ্গে অন্যদেরও সমান মনোযোগী হতে হবে।