এশিয়াডগামী ফুটবল দল আজ পুলিশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। বিকাল ৪টায় রাজারবাগ পুলিশ লাইন মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ খেলার চেষ্টা চলছে। গেমসে বাংলাদেশ ১৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে। তাই পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে হেড কোচ লোড ডিক ক্রুইফ চাচ্ছেন ৭ সেপ্টেম্বরই ঢাকা ছাড়তে। যদি এ সময়ের মধ্যে ঢাকা ছাড়া হয় তাহলে সিঙ্গাপুরে গিয়ে তাদের কোনো প্রফেশনাল ক্লাবের সঙ্গে প্রীতিম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। পূর্ব সিডিউল অনুযায়ী ফুটবল দলের ১০ সেপ্টেম্বর ঢাকা ত্যাগের কথা ছিল। জার্মান প্রবাসী বাংলাদেশ দলের ফুটবলার জামাল ভুঞার ভোরে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।