দল হেরে গেলে দর্শকদের টিকিকের মূল্য ফেরত দেবে ক্লাব। এমন অদ্ভুত কথা কেউ কোনও দিন শোনেনি। কিন্তু এমন অবাক করা কথা শুনিয়েছে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব ইরাপুয়াতো। তারা ঘোষণা করেছে দল হারলেই পুরো টিকিটের দাম ফেরত দেবে।
শনিবার ঘরের মাঠে করেকামিনোসের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়ার পর মাঠে উপস্থিত দর্শকদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ!
এর আগেও এমন উদভট কথা বলেছিল এই ক্লাবটি। তারা বলেছিল মাঠে আট হাজার দর্শক উপস্থিত হলে সব দর্শকের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। জানা গেছে আসল উদ্দেশ্য ক্লাবের জনপ্রিয়তা বাড়ানো।