চার বছর আগে গুয়াংজু এশিয়ান গেমসে ইভেন্ট হিসেবে প্রথম যোগ হয়েছিল ক্রিকেট। তখনই স্বর্ণ জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল বাংলাদেশের। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল ও তার বাহিনী স্বর্ণ জিতে। বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় আশরাফুল এখন সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ। আশরাফুল না থাকলেও চার বছর পর আবারও স্বর্ণ জয়ের টার্গেটে ইনচেন এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। স্বর্ণ অক্ষুণ্ন রাখতে প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে যাচ্ছে ক্রিকেট দল। বিয়ের জন্য শুধু যাচ্ছেন না মুশফিকুর রহিম। মুশফিকের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মর্তুজা। এর আগেও জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে মাশরাফির। এ বছরই শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে অধিনায়ক ছিলেন তিনি। স্বর্ণ জয়ের টার্গেটেই আজ রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
গুয়াংজুতে অংশ নেয়নি ভারত। এবারও নিচ্ছে না। গতবার খেললেও এবার নেই পাকিস্তান। তাই স্বর্ণ জয়ের অন্যতম দাবিদার বাংলাদেশ। যদিও শ্রীলঙ্কা খেলছে জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে। রয়েছে আফগানিস্তান, নেপাল। দুই ক্রিকেট পরাশক্তি না থাকায় কাজটা অপেক্ষাকৃত সহজ হবে মাশরাফিদের জন্য। কিন্তু মাঠের লড়াইয়ের চেয়েও কঠিন নিজেদের টানা হারের বৃত্ত ভাঙা। গত নয় মাসে হেরেই চলেছে বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়ানো কষ্টকর। হারের বৃত্ত থেকে বেরিয়ে আসা কষ্টকর মেনেই স্বর্ণ জিততে সেরাটাই ঢেলে দিতে প্রস্তুত মাশরাফি, 'স্বর্ণ জয়ই টার্গেট। আগেরবার জিতেছিলাম। এবারও এটাই টার্গেট। আমরা যদি স্বর্ণ জিততে পারি, তাহলে এটা দেশের জন্য অবশ্যই ভালো হবে। গেমসে প্রতিটা খেলোয়াড়েরই ভালো কিছু করার সুযোগ রয়েছে। ভালো করলে আত্দবিশাস নিয়েও ফিরতে পারব। জিতলে আমি মনে করি কিছুটা হলেও খারাপ সময় থেকে বেরিয়ে আসব।'
বিয়ের জন্য এশিয়ান গেমস থেকে নাম সরিয়ে নিয়েছেন মুশফিক। তাই অনেকটা বাধ্য হয়েই মাশরাফিকে মনোনীত করে ক্রিকেট বোর্ড। তবে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আগেই রয়েছে দেশসেরা পেসারের। অধিনায়ক ছিলেন ২০০৯ সালে। একটি টেস্ট ছাড়াও ৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন দেশকে। জানুয়ারিতেও দ্বীপরাষ্ট্রের বিপক্ষেও টি-২০ সিরিজে নেতৃত্ব দিয়েছেন। তাই অধিনায়কত্ব হঠাৎই পাওয়া, ভাবছেন না নড়াইল এঙ্প্রেস, 'অধিনায়কত্ব বলে কয়ে আসে না। যেহেতু দায়িত্ব পেয়েছি, চিন্তা থাকবে সর্বোচ্চটা করার। দল যেন পারফর্ম করে, সেটা নিশ্চিত করাও একজন অধিনায়কের দায়িত্ব।' অবশ্য ক্রিকেট বোর্ড আসন্ন জিম্বাবুয়ে সিরিজ থেকেই দুই অধিনায়কের পথে হাঁটতে যাচ্ছে। সেই চিন্তারই হয়তো প্রতিফলন। তবে এমনটা ভাবছেন না মাশরাফি, 'আমার মনে হয় প্রশ্নটা বোর্ডকে করাই ভালো। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা পালন করাই এখন আমার কাজ। আমি এখন এর দিকেই ফোকাস করতে চাইছি।' দায়িত্ব নিতে প্রস্তুত কি না, উত্তরে বলেন, 'আমি এখনো বিষয়টি নিয়ে ভাবিনি।' গেমসের জন্য শুরুতে যে দল স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি, নানা কারণে শেষ পর্যন্ত পরিবর্তন হয়েছে তিনটি। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য সরে দাঁড়াতে হয়েছে সোহাগ গাজী ও আল-আমিনকে। সোহাগের জায়গায় নেওয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। নিষিদ্ধ থাকায় শুরুতে স্কোয়াডে ছিলেন না সাকিব। আল-আমিনের জায়গায় নেওয়া হয় আরেক পেসার রুবেল হোসেনকে। ইনজুরির জন্য শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন অলরাউন্ডার মুক্তার আলী। তার জায়গায় সুযোগ পান আরেক অলরাউন্ডার জিয়াউর রহমান। সাকিবের অন্তর্ভুক্তি ও মুশফিকের অনুপস্থিতি দলের অবস্থান ব্যাখ্যায় মাশরাফি বলেন, 'সাকিব এবং মুশফিক দুজনেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মুশফিক থাকলে আরও ভালো হত। সাকিবের মতো খেলোয়াড় দলের বাইরে থাকুক আমরা কেউই চাই না। সাকিবের ফেরাটা আমার মতে পুরো দলের জন্যই ভালো হয়েছে।' দলের কোচ হয়ে যাচ্ছেন চন্ডিকা হাতুরাসিংহে। ভারত ও পাকিস্তান না থাকলেও গেম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন কোচ, 'ভারত ও পাকিস্তান না থাকলেও আমি মনে করি ম্যাচগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ। দল হিসেবে আফগানিস্তান ও নেপালও ভালো।'
স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মো. মিথুন, শামসুর রহমান শুভ, সাকিব আল হাসান, শুভাগত হোম চৌধুরী, সাবি্বর রহমান রুম্মন, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, আরাফাত সানি, জিয়াউর রহমান. রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।