সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপ ক্রিকেটের কোর্য়াটার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচের বিতর্কিত আম্পায়ারিং নিয়ে আইসিসিতে আপিল করার জন্য বিসিবিকে (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) লিগাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এই নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে আইসিসিতে আপিল করা না হলে উচ্চ আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার দুপুরে ক্রীড়াসচিব, বিসিবি সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজারকে এই লিগাল নোটিশ পাঠানো হয়।
গত ১৯ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচে বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে দেশবাসী ক্ষুব্ধ। তাই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে এই লিগাল নোটিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৫/ রোকেয়া।