নিজেদের মাঠে সাধারণত পরাজয় স্বীকার করে না প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। দীর্ঘদিন তারা নিজেদের মাঠে অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রেখেছে। তবে বার্সেলোনার মিডফিল্ডের কাছে প্যারিসের প্রিন্সেস পার্কে পরাজয় স্বীকার করেছে পিএসজি। সুয়ারেজ-নেইমারের ম্যাজিক্যাল ফুটবলে কাতালানরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে। এ জয় লুইস এনরিকের শিষ্যদের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে দিল।
বুধবার বার্সেলোনার মিডফিল্ডে ছিলেন বাসকুয়েটস, ইনিয়েস্তা এবং রাকিটিচ। আক্রমণভাগে মেসি-নেইমার-সুয়ারেজ। ডিফেন্সটা পিকেদের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আক্রমণে যাচ্ছিলেন মেসিরা। তাদের আক্রমণে তছনছ হয়ে গেছে ব্রাজিলিয়ানদের দিয়ে সাজানো পিএসজির ডিফেন্স লাইন। বল দখলের লড়াইয়েও বার্সেলোনা ছিল অনেক এগিয়ে। ম্যাচের প্রায় ৬৬ শতাংশ সময়ই বল ছিল মেসিদের পায়ে। ম্যাচের ১৮ মিনিটেই মেসির চমৎকার এক পাস থেকে বল পেয়ে গোল করেন নেইমার। ৬৭ ও ৭৯ মিনিটে দুটি দারুণ গোল করেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। ৮২ মিনিটে ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথুর আত্দঘাতী গোলটা না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই বাড়ি ফিরতে পারতো কাতালানরা। তবে এ জয়েও দারুণ সন্তুষ্ট কোচ লুইস এনরিকে। ম্যাচ শেষেই বলেছেন, 'আমরা চমৎকার ফুটবল খেলেছি। মিডফিল্ড এককভাবে নিয়ন্ত্রণ করেছি। ফরোয়ার্ড লাইন প্রতিপক্ষের জন্য অভিশাপ হয়ে দেখা দিয়েছিল। ডিফেন্ডাররাও নিজেদের দায়িত্ব পালন করেছে।' অসাধারণ ফুটবল খেলে পিএসজির মাঠ থেকে জয় নিয়ে ফিরলেও জেরার্ড পিকে বলছেন, 'আমরা মৌসুম শেষে শিরোপা জিততে ব্যর্থ হলে এসব জয়ের কোনো অর্থই থাকবে না।' কাতালানরা এরই মধ্যে কোপা দেল রে কাপের ফাইনাল নিশ্চিত করেছে। স্প্যানিশ লা লিগায়ও দুই পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও শিরোপার পথে ছুটে চলছে তারা। সবমিলিয়ে ট্রেবল জয়ের পথে ছুটছে কাতালানদের গাড়ি। পিকে বলছেন, 'আমাদের ট্রেবল জয়ের সুযোগ আছে। এই সুযোগ এবার কাজে লাগাতে হবে।'