কাজ হবে না
বিশ্বকাপ ক্রিকেটে বৃষ্টির কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ অনুষ্ঠিত হতে পারেনি। যে কারণে দুই দল পয়েন্ট ভাগাভাগি করেছে। শক্তিশালী দল বলে ম্যাচ হলে অস্ট্রেলিয়ারই জয়ের সম্ভাবনা ছিল। এতে বাংলাদেশ পরাজয় থেকে রক্ষা পেয়েছে বলা যায়। এবার ফুটবলে দুই দল প্রথম বারের মতো মুখোমুখি হবে। ২০১৮ সাল বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়া অঞ্চলে বাছাই পর্বে দুই দল একই গ্রুপে পড়েছে। হোম অ্যান্ড আওয়েতে দুবার মোকাবিলা করবে দুই দল। অস্ট্রেলিয়া ফুটবলে এশিয়ার সেরা দল। তাই ম্যাচে বাংলাদেশের হারেরই সম্ভাবনা রয়েছে। অনেকে বলছেন ক্রিকেটের মতো কি ফুটবলে বৃষ্টি রক্ষা করতে পারবে না। না এখানে কোনো কাজ হবে না। ফিফার নিয়মে আছে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে পরে আবার ম্যাচ অনুষ্ঠিত হবে।
কত দেখলাম
সিটি করপোরেশন নির্বাচনে দুই মেয়র প্রার্থী সাঈদ খোকন ও আনিসুল হক গতকাল ক্রীড়াঙ্গনে মতবিনিময় করেছেন। অনুষ্ঠানে দুই প্রার্থী দৃঢ় কণ্ঠে বলেছেন, নির্বাচনে জিতলে ঢাকা শহরে মাঠ সমস্যার সমাধান দেবেন। এ কথা শুনে এক কর্মকর্তা বলছেন, কত দেখলাম এমন প্রতিশ্রুতি। নির্বাচনে জেতার পর কেউ আর প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন না।
মুক্তিযোদ্ধার জয়
দল হিসেবে মুক্তিযোদ্ধাকে কোনোভাবে শক্তিশালী বলা যাবে না। তার পরও মৌসুমটা ভালোই কাটছে তাদের। ফেডারেশন কাপে রানার্স-আপ হয়েছে। এরপর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগেও জয়যাত্রা অব্যাহত রেখেছে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে তারা ৩-১ গোলে টিম বিজেএমসিকে পরাজিত করে। বিজয়ী দলের ফেকরি, আব্বাস, কামারা ও বিজিত দলের পক্ষে গোল করেন জীবন।
এ জয়ে তিন ম্যাচে পুরো ৯ পয়েন্ট সংগ্রহ করে শেখ জামালের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে মুক্তিযোদ্ধা।
টার্গেট বাঙ্গুরা
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শেখ রাসেল ও ঢাকা মোহামেডান আজ গুরুত্বপূর্ণ খেলার মুখোমুখি হচ্ছে। শক্তির বিচারে শেখ রাসেলেরই ম্যাচ জেতার কথা। তারপরও প্রতিপক্ষকে গুরুত্ব দিয়ে মাঠে নামবেন মিঠুনরা। কোচ দ্রাগান টার্গেট হিসেবে মোহামেডানের বাঙ্গুরাকে নজরবন্দী রাখতে বলেছেন। কারণ ও ফ্রি থাকলে যে কোনো সময় বল জালে পাঠাতে পারে।