মন্টে কার্লো টেনিস মাস্টার্স থেকে বিদায় নিয়েছেন সুইস তারকা রজার ফেদেরার। তবে নিজ নিজ খেলায় জয় পেয়েছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ ও সাবেক নাম্বার ওয়ান রাফায়েল নাদাল।
সাবেক বিশ্বের নাম্বার ওয়ান ফেদেরারের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে ফ্রান্স তারকা গায়েল মনফিলস। যার ফলাফলটা অবশ্য বিপক্ষে যায় ফেদেরারের। এ কারণে ৬-৪, ৭-৬ (৭/৫) সেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন তিনি।
অন্যদিকে, বিশ্ব র্যাঙ্কিংয়ের বর্তমান এক নাম্বার ৬-৪, ৬-০ গেমে পরাজিত করেছেন অস্ট্রিয়ার আন্ড্রে হাইডার-ম্যাউরেরকে। পরবর্তী রাউন্ডে তিনি খেলবেন ইউএস চ্যাম্পিয়ন মারিন সিলিচের বিপক্ষে। এ ছাড়া স্প্যানিশ তারকা নাদাল ৭-৬ (৮/৬), ৪-৬, ৬-৩ গেমে জিতেছেন জন ইসনারের বিপক্ষে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৫/মাহবুব