পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ১০ রান। ব্যাট হাতে ক্রিজে আছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়টি এসেছিল ১৯৯৯ সালের বিশ্বকাপে। এরপর কেটে গেছে ১৬টি বছর। কিন্তু বেশ কয়েকবার জয়ের কাছে গিয়েও জয় ছোঁয়া হয়নি টাইগারদের।
স্লো ওভার রেটের জন্য এক ম্যাচে নিষিদ্ধ হওয়ায় এই ম্যাচে খেলছেন না বাংলাদেশের দলপতি মাশরাফি বিন মুর্তজা। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, আবুল হাসান, আরাফাত সানি, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
পাকিস্তান দল : আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, হারিস সোহাইল, সাদ নাসিম, মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সাঈদ আজমল ও রাহাত আলী।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৫/মাহবুব