পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যান তামিম ইকবাল। ২টি ছক্কা ও ১২টি চারের বিনিময়ে ১১১ বলে এ সেঞ্চুরি করেন তিনি। শেষ খবর পর্যন্ত বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৩৫.২ ওভার শেষে ১৮৬ রান করেছে। মুশফিকুর রহিমও অর্ধশতক করেছেন। ৪৪ বলে ৫২ রান করে ক্রিজে আছেন তিনি। তার ইনিংসটিতে রয়েছে ৬টি চারের মার।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৮ রানে তাদের প্রথম উইকেট হারায়। ওয়াহাব রিয়াজের এক থ্রোতে ব্যক্তিগত ২০ রানে রানআউট হয়ে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। আর দলীয় ৬৭ রানে বাংলাদেশ তাদের দ্বিতীয় উইকেট হারায়। রাহাত আলীর বলে ব্যক্তিগত ৫ রানে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে দুপুরে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। এ ম্যাচে বাংলাদেশের হয়ে রনি তালুকদারের অভিষেক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মূল একাদশে নেই তার নাম। দল থেকে বাদ পড়েছেন মুমিনুল হক সৌরভও।
এদিকে, পাকিস্তান দলে অভিষেক হয়েছে দু'জনের। উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও লেগ ব্রেক বোলার অলরাউন্ডার সাদ নাসিম প্রথমবারের মতো পাকিস্তানের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৫/শরীফ