মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফররত পাকিস্তানের বিপক্ষে আজ প্রথম একদিনের ম্যাচে তামিম ইকবালের ব্যাটে ঝড় দেখেছে দর্শকরা। ১৫টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ১৩৫ বলে ১৩২ রান করেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ৯৭.৭৭ । শেষ পর্যন্ত ওয়াহাব রিয়াজের বলে ১৩২ রানেই আউট হয়ে ফিরে যান তামিম। নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারলেন না তিনি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রান করেছিলেন তিনি। একদিনের ক্রিকেটে এটাই কোনো বাংলাদেশির সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক অলরাউন্ডার সাকিব আল হাসান। ওডিআইতে তার সর্বোচ্চ সংগ্রহ ১৩৪ রান।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৫/শরীফ