মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফররত পাকিস্তানের বিপক্ষে প্রথম ওডিআইতে সেঞ্চুরি পেলেন মুশফিকুর রহিমও। মাত্র ৬৯ বলে ১৩টি চার ও ২টি ছক্কার বিনিময়ে এ রান করেন তিনি। এর আগে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালও সেঞ্চুরি পেয়েছেন। ওয়াহাব রিয়াজের বলে আউট হওয়ার আগে ১৩৫ বলে ১৩২ রান করেন তিনি।
শেষ খবর পর্যন্ত বাংলাদেশ ৪৫.৩ ওভার শেষে ৩ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করেছে। ক্রিজে মুশফিকের সঙ্গে আছেন সাকিব আল হাসান। তার সংগ্রহ ১৫ রান। শেষ খবর পর্যন্ত মুশফিকের সংগ্রহ ১০৫ রান।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৫/শরীফ