মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফররত পাকিস্তানের বিপক্ষে আজ তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩২৯ রানের বিশাল স্কোর গড়েছে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ব্যাট থেকে এককথায় রানের ঝড় আসে। তামিম ১৩৫ বলে ১৩২ রান ও মুশফিক মাত্র ৭৭ বলে ১০৬ রান করেন। মুশফিকের ইনিংসে ছিল ১৩টি চার ও ২টি ছক্কার মার। তার স্ট্রাইক রেট ছিল ১৩৭.৬৬। আর উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের ইনিংসটিতে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কার মার। মিডলঅর্ডারে সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে মূল্যবান ৩১ রান। আর সাব্বির রহমান করেন ১৫ রান। পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ ৪টি উইকেট ও রাহাত আলী ১টি উইকেট নিয়েছেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৮ রানেই তাদের প্রথম উইকেট হারায়। ওয়াহাব রিয়াজের চমৎকার এক থ্রোতে ব্যক্তিগত ২০ রানে রানআউট হয়ে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। আর দলীয় ৬৭ রানে বাংলাদেশ তাদের দ্বিতীয় উইকেট হারায়। রাহাত আলীর বলে ব্যক্তিগত ৫ রানে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিকে, পাকিস্তান দলে আজকের ম্যাচে অভিষেক হয়েছে দু'জন খেলোয়াড়ের। উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও লেগ ব্রেক বোলার অলরাউন্ডার সাদ নাসিম প্রথমবারের মতো পাকিস্তানের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৫/শরীফ