বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য ৩৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৪২ রান তুলতেই তাদের ২টি উইকেট হারিয়েছে। উদ্বোধনী ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ২৪ রান ও অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ৫৩ রানেই আরাফাত সানির বলে আউট হন সরফরাজ। আর দলীয় ৫৯ রানের মাথায় হাফিজকে হারায় পাকিস্তান। হাফিজ রান আউট হয়ে ফিরে যান। শেষ খবর পর্যন্ত পাকিস্তান ১৬ ওভার শেষে ২ উইকেটে ৭৬ রান করেছে। অধিনায়ক আজহার আলীর সংগ্রহ ৩৬ রান।
এর আগে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৯ রান সংগ্রহ করে। একদিনের ক্রিকেটে এটা বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও মিডলঅর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম দু'জনেই সেঞ্চুরি করেছেন। তামিম ১৩৫ বলে ১৩২ রান করেন। আর মুশফিক মাত্র ৭৭ বলে ১০৬ রান করেন। এক ইনিংসে এই প্রথম দু'জন বাংলাদেশি খেলোয়াড় সেঞ্চুরি পেয়েছেন। সাকিব আল হাসান ৩১ রান করেন। পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ ৪টি উইকেট ও রাহাত আলী ১টি উইকেট নিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল ২০১৫/শরীফ