অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একাদশ বিশ্বকাপের সেমিফাইনালে বর্ণভিত্তিক কোটা পদ্ধতি বজায় রেখে দক্ষিণ অাফ্রিকার একাদশ গড়ায় তা তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রোটিয়াসদের হাই-পারফরম্যান্স কোচ মাইক হর্ন। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ মার্চ অনুষ্ঠিত সেমিফাইনালে কোটা পদ্ধতি মেনে ফর্মে থাকা ফাস্ট বোলার কাইল অ্যাবোটের স্থলে অসুস্থ কৃঞ্চাঙ্গ বোলার ভেরনন ফিলান্ডারকে দলে নেওয়া হয়েছিল। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন সিদ্ধান্ত নেওয়ায় তা প্রোটিয়াসদের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে মনে করেন মাইক হর্ন। ক্রিকেটডটকমডটএইউ নামে একটি ওয়েবসাইট হর্নকে উদ্ধৃত করে অাজ শুক্রবার একথা জানিয়েছে। খবর ইন্ডিয়া টুডে'র
একাদশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শ্রীলংকার বিপক্ষে একতরফা জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচে শ্রীলংকাকে ১৩০ রানেই অলআউট করে দিয়েছিল প্রোটিয়াসরা। ওই ম্যাচে চমৎকার বল করেছিল কাইল অ্যাবোট। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচে বর্ণভিত্তিক কোটা পদ্ধতি বজায় রাখতে গিয়ে কাইলকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছিল ফিলান্ডারকে। আর এ নিয়ে ম্যাচের আগে ও পরে বেশ বিতর্ক হয়েছিল। এমনকি এ ঘটনায় প্রোটিয়াস অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স সেমিফাইনাল ম্যাচ বর্জনেরও ঘোষণা দিয়েছিলেন বলে শোনা গিয়েছিল। আর এবার এ নিয়ে মুখ খুললেন মাইক হর্ন।
২০১১ সাল থেকেই প্রোটিয়াসদের সঙ্গে আছেন মাইক হর্ন। একাদশ বিশ্বকাপেও তাদেরকে অনুপ্রেরণা দিতে সঙ্গে ছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল ২০১৫/শরীফ