ফেবারিট শেখ রাসেল ক্রীড়া চক্র টানা দ্বিতীয় জয়ের মুখ দেখেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল তারা ১-০ গোলে ঢাকা মোহামেডানকে পরাজিত করেছে। এ জয়ে দুই ম্যাচে পুরো ৬ পয়েন্ট সংগ্রহ করলেন মিঠুনরা। নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে থেকে ও ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছিল। কিন্তু শেখ রাসেল যে মানের দল সেই অনুযায়ী সেদিন খেলতে দেখা যায়নি। জাহিদ ছাড়া সবার খেলার ভেতর জড়তা ফুটে উঠেছিল। ৮০ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকতে লিগের শুরুতে পয়েন্ট হারানোর শঙ্কা জেগে উঠেছিল। শেষ মুহূর্তে জাহিদ হোসেন এমিলি ও পল এমিলির গোলে পুরো পয়েন্ট সংগ্রহ করে। বাংলাদেশের ফুটবলে জনপ্রিয় দল হলেও ঢাকা মোহামেডানের আগের সেই অবস্থা নেই। ঢাকা লিগে সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ড তাদেরই। কিন্তু পেশাদার লিগ মাঠে গড়ানোর পর তিনবার রানার্স আপ হলেও এখনো চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুলতে পারেনি। সেই ২০০২ সালে শেষ বারের মতো লিগ জিতেছিল তারা।
এবার যে মানের দল গড়া হয়েছে তাতে মোহামেডানের পক্ষে শিরোপা জেতা অসম্ভবই বলা যায়। কিন্তু তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া সাদা-কালোরা একেবারে খারাপ করছে না। ফেডারেশন কাপে সেমিফাইনালে উঠেছিল। লিগের দুই ম্যাচে ভালোভাবেই জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করেছিল। সুতরাং মোহামেডান তুলনামূলক দুর্বল হলেও শেখ রাসেল সতর্ক হয়েই মাঠে নেমেছিল। আগের ম্যাচে যে ভুল ত্রুটি ছিল তা কোচ দ্রাগান দুকানোভিচ শুধরিয়েই মাঠে নামান। তাই মিঠুনদের নৈপুণ্য বলে দিচ্ছিল জয় নিয়ে ঘরে ফিরবে। আসলে শেখ রাসেল তারকা ভরা দল। এমিলি, জাহিদ, মিঠুন, হেমন্তরা জ্বলে উঠলে অঘটন ঘটার শঙ্কা নেই তা কাল মাঠেই প্রমাণ দিয়েছে। চট্টগ্রাম আবাহনী ও টিম বিজেএমসিকে হারালেও মোহামেডান কাল আসল পরীক্ষায় নেমেছিল। কোচ জোসি বুঝতে পেরেছেন শেখ রাসেলের সঙ্গে তাদের পার্থক্যটা কোথায়। আসলে দলটা মোহামেডান হলেও ভালোমানের খেলোয়াড় না থাকলে ফেবারিট দলগুলোর সঙ্গে জেতা যায় না তা তারা হাড়ে হাড়ে টের পেলেন। জয় নয় ড্র করলেও মোহামেডান কাল হাসিমুখে মাঠ ছাড়ত। কিন্তু শেখ রাসেল প্রতিজ্ঞা করেই মাঠে নেমেছিল জয় যাত্রা অব্যাহত রাখবে। শেষ পর্যন্ত তাই হয়েছে। প্রথমার্ধ্বে ম্যাচ গোলশূন্য ড্র ছিল। কিন্তু বিরতির অন্তিম লগ্নে কিংসলে মোহামেডানের গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি। শেষ পর্যন্ত ৬১ মিনিটে শেখ রাসেল শিবিরে স্বস্তি নেমে আসে। এ সময় জাহিদের নিখুঁত কর্নার থেকে রেজাউল চমৎকার হেডে গোল করে দলকে এগিয়ে রাখেন। এতেই মিঠুনদের গতি আরও বেড়ে যায়। ৬৭ মিনিটে সিশুর ক্রস বারে লেগে ফেরত এলে তা হেডে জালে বল পাঠান এমিলি। পরিষ্কার গোল। অথচ রেফারি জসিম উদ্দিন অফসাইড ধরে তা বাতিল করে দেন।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
মোহামেডানকে হারাল শেখ রাসেল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর