সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৭৯ রানে হেরে এমনিতেই ক্ষত-বিক্ষত পাকিস্তান দল। আর সেই ধাক্কা সামলে ওঠার আগেই আবারও ধাক্কা খেল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। কারণ শোয়েব মাকসুদ, সোহেল খান ও ইয়াসির শাহের পর এবার পাকিস্তান দল থেকে ছিটকে গেলেন পেসার এহসান আদিলও।
শনিবার প্রথম ওয়ানডে ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন তিনি। সে কারণে সিরিজের বাকি দুটি ম্যাচে খেলতে পারবেন না এ পাক পেসার। বিষয়টি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৫/মাহবুব