১৬ বছর পর ওয়ানডে ক্রিকেটে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে পরাজিত করেছে বাংলাদেশ। আজ মিরপুরে টাইগাররা দ্বিতীয় ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। শুক্রবার ৭৯ রানে বিশাল জয়ে বাংলাদেশের ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেছে বিদেশের বিভিন্ন মিডিয়া। এর আগে বাংলাদেশ ম্যাচ জিতলেও কলকাতার দৈনিকগুলো নীরব ভূমিকা পালন করত। কোনো কোনো পত্রিকা এমনভাবে রিপোর্ট করত যা চোখেও পড়ত না। কিন্তু গতকাল বহুল প্রচারিত আনন্দবাজার ও এবেলা গুরুত্বসহকারে বাংলাদেশের জয়ের কথা তুলে ধরেছে। আনন্দবাজার লিখেছে বাংলাদেশ আরও একবার প্রমাণ করল ম্যাচ জেতাটা এখন তাদের কাছে মামুলি ব্যাপার। বিশ্বকাপেই বাংলাদেশ প্রমাণ দেখিয়েছে ক্রিকেটে তারা কতদূর এগিয়েছে। ঢাকাতে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলেছেন সাকিবরা। মুশফিক, তামিমের ব্যাটিং ও তাসকিনের বোলিংয়ে প্রশংসা করেছে কলকাতার সর্বাধিক প্রচারিত দৈনিকটি। এবেলা অর্ধেক পাতাজুড়েই বাংলাদেশের বিজয় তুলে ধরেছে। ম্যাচে সেঞ্চুরি করা তামিম ইকবালের ছবিও ছেপেছে দৈনিকটি।
পাকিস্তানের দৈনিকগুলো টাইগারদের প্রশংসার চেয়ে আজহার আলিদের সমালোচনা করেছে ঢালাওভাবে। বাংলাদেশকে তারা এ সময়ে ক্রিকেটের পরাশক্তি বলেছে। জং পত্রিকা উল্লেখ করেছে ক্রিকেটে বাংলাদেশ কতটা শক্তিশালী তা বিশ্বকাপেই প্রমাণ দিয়েছে। এ অবস্থায় দুর্বল ক্রিকেটারদের নিয়ে সিরিজ না খেললে পাকিস্তান ভালোই করত।
প্রথম ম্যাচে শোচনীয়ভাবে হেরেছে। কিন্তু বাংলাদেশের যে পারফরম্যান্স তাতে পাকিস্তানের হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কা রয়েছে। টেস্টেও খুব একটা সুবিধা করতে পারবে বলে মনে হয় না।