ইংলিশ প্রিমিয়ার লিগের এক হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। এ জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হোসে মরিনহোর শিষ্যরা পয়েন্ট টেবিলে নিজেদের ব্যবধান আরও বাড়িয়ে নিল। স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি করেন চেলসির ইডেন হ্যাজার্ড।
ম্যাচের ৩৮ মিনিটে গোলটি করেন হ্যাজার্ড। ব্রাজিল তারকা অস্কারের দারুণ এক অ্যাসিস্টে গোলটি করেন বেলজিয়ামের হ্যাজার্ড।
ম্যানইউর বিরুদ্ধে জয়ের পর চেলসির পয়েন্ট দাঁড়িয়েছে ৭৬। ৩২ ম্যাচ খেলে মরিনহোর শিষ্যরা ২৩টি জয়ের দেখা পেয়েছে। আর দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৬।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল ২০১৫/শরীফ