ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অলরাউন্ডার আন্দ্রে রাসেলের বল আর ব্যাটে ভর করে এদিন কিংস ইলিভেন পাঞ্জাবকে চার উইকেটে হারিয়েছে দলটি।
বোলিং করে দুই উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে ৬৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন এ ক্যারিবীয়ান ক্রিকেটার।
প্রথমে ব্যাট করা পাঞ্জাব নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১৫৫ রান করে। জবাবে কেকেআর ১৩ বল বাকি থাকতে চার উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে।
পাঞ্জাবের ব্যাটিংয়ে সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক জর্জ বেইলি। ৪৫ বলে দুই ছয় ও পাঁচ চারে তিনি ইনিংসটি সাজান। আর দ্বিতীয় সর্বো্চ্চ রানটি আসে গ্লেন ম্যাক্সওয়েলের (৩৩) ব্যাট থেকে। কেলকাতার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান উমেষ যাদব। আর দুটি করে উইকেট পান মরকেল ও রাসেল।
টসে জেতা কলকাতা টার্গেটে খেলতে নেমে দলীয় ৬০ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে রাসেলের ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত করে কেকেআর। তিনি ৩৬ বলে দুই ছয় ও নয় চারে ৬৬ রানের ইনিংসটি সাজান। এছাড়া ২৮ রান করেন ইউসুফ পাঠান। পাঞ্জাবের সন্দিপ শর্মা একাই নিয়েছেন চারটি উইকেট।
ম্যাচ সেরা কোলকাতার আন্দ্রে রাসেল।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল ২০১৫/ এস আহমেদ