সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের পরবর্তী ২টি ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তারা। দ্বিতীয় ম্যাচে আজ দুপুর অাড়াইটায় 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দু'দল। আজকের ম্যাচ জিতলেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। এমনকি হলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এটাই হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়। অার আজকের ম্যাচটি পাকিস্তানের জন্য সিরিজে টিকে থাকার লড়াই। তাই সফরকারীরাও আজ টাইগারদেরকে কোনোরকম ছাড় দেওয়ার চেষ্টা করবে না।
একাদশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানো বাংলাদেশের বিপক্ষে গত শুক্রবার অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে একদম দাঁড়াতেই পারেনি পাকিস্তান। ওইদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর বাংলাদেশ ৩২৯ রানের বিশাল স্কোর গড়ে যা একদিনের ক্রিকেট তাদের সর্বোচ্চ রান। জয়ের জন্য ৩৩০ রান তাড়া করতে নেমে ৪৫.২ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ২৫০ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। ফলে টাইগাররা ৭৯ রানের বড় জয় পায়।
তিন ম্যাচ ওডিআই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিও হোম অব ক্রিকেটেই ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর একমাত্র টি-২০ ম্যাচটি ২৪ এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি ২৮ এপ্রিল শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনায় শুরু হবে।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল ২০১৫/শরীফ