স্পেনিশ ক্লাব বার্সেলোনার হয়ে ব্যক্তিগত ৪শ' গোলের মাইলফলক ছুঁয়েছেন আর্জেন্টিনা ও ক্লাবটির সুপারতারকা লিওনেল মেসি। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে শনিবার অনুষ্ঠিত এক ম্যাচে এ কৃতিত্ব অর্জন করেন তিনি। ম্যাচে ২-০ গোলে জয় পায় কাতালানরা।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই বার্সেলোনাকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। খেলা শুরুর ৫৪ সেকেন্ডের মাথায় মেসির এক পাস থেকে গোল করেন তিনি। বার্সেলোনার হয়ে বাকি গোলটি করেন মেসি। ম্যাচের একেবারে শেষ সময়ে অর্থাৎ স্টপেজ টাইমে চারশ'তম গোলটি করেন তিনি। বার্সেলোনার হয়ে গতকালের ম্যাচটি ছিল মেসির ৪৭১তম ম্যাচ।
এদিকে, ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের মধ্য দিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে আরেক স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের চেয়ে এখন পাঁচ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল ২০১৫/শরীফ