পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ফিল্ডিং করছে টাইগাররা। ফিল্ডিংয়ে রয়েছেন রুবেল হোসেনও। বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিং তোপে সম্মিলিতভাবে শতক পূর্ণ করার আগেই পাঁচটি উইকেট খুইয়েছে পাকিস্তান। আর এ কৃতিত্বের অংশীদার রুবেল হোসেনও। আর যখনই রুবেল ভাল বল করছে তখনই গ্যালারি ফেটে পড়ছে 'হ্যাপি' 'হ্যাপি' ধ্বনিতে। এ যেন মাঠে রুবেল, গ্যালারিতে হ্যাপি।
এদিকে, ফিল্ডিং দিয়েই সফরকারী পাকিস্তানকে চাপে ফেলতে চাইছে টাইগাররা। খেলার শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ ওভার ৪ বল খেলে পাঁচ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করেছে ১০১ রান।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
পাকিস্তান দল : আজহার আলী (অধিনায়ক), সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, সাদ নাইম, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, সাঈদ আজমল ও রাহাদ আলী।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৫/ এস আহমেদ