পাকিস্তানের ছুড়ে দেওয়া ২৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ২২ রানে ব্যক্তিগত ১৭ রান করে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ওই উইকেটটি হারিয়ে ৪২ রান। ব্যাট হাতে ক্রিজে আছেন তামিম ইকবাল (১৬) ও মাহমুদুল্লাহ রিয়াদ (০৮)।
এর আগে, সাদ নাসিম ও ওহাব রিয়াজের অর্ধশতকের ওপর ভর করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ফলে জয়ের জন্য টাইগারদের টার্গেট দাঁড়িয়েছে ২৪০ রান।
এদিন, মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১০০ রানের আগেই সাজঘরে ফিরে যান দলের প্রথম সারির ৫ ব্যাটসম্যান। এমন অবস্থায় দল যখন ১৫০ রানে অলআউটের শঙ্কায় তখন হারিস সোহেলের সাথে ৭৭ আর ওয়াহাব রিয়াজের সাথে ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন সাদ নাসিম। দলের হয়ে হার না মানা সর্বোচ্চ ৭৭ রান করেন সাদ। অন্যদিকে ৪০ বলে ৫ চার আর ২ ছক্কায় ৫১ রান করেন রিয়াজ। এছাড়া, হ্যারিস সোহেল করেন ৪৪ রান।
বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন। এছাড়া, মাশরাফি, আরাফাত সানি, রুবেল হোসেন ও নাসির হোসেন প্রত্যেকে একটি করে উইকেট নেন।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৫/মাহবুব