শক্তির বিচারে কেউ কারও চেয়ে কম নয়। দেশ সেরা খেলোয়াড় নিয়ে শেখ রাসেল ক্রীড়াচক্র ও শেখ জামাল শক্তিশালী দল গঠন করেছে। দুই জায়ান্ট আজ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে। বিকাল সোয়া ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। আগের মতো গ্যালারিতে দর্শক না হলেও দুই জায়ান্টের ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই। এক সময় মোহামেডান-আবাহনী ম্যাচে কে জিতবে এই হিসাব-নিকাশ চলত। এখন শেখ রাসেল ও শেখ জামালের ম্যাচ নিয়ে চলে দুই দলের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক। চলতি মৌসুমে এটি তাদের দ্বিতীয় সাক্ষাৎ। ফেডারেশন কাপ সেমিফাইনালে শেখ জামাল ২-১ গোলে শেখ রাসেলকে পরাজিত করেছিল। কিন্তু সেই ম্যাচে রেফারি তৈয়বের কিছু ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিল শেখ রাসেল।
লিগে টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে অবস্থান করছে শেখ জামাল। অন্যদিকে এক ম্যাচ কম খেলে শেখ রাসেলের অ্যাকাউন্টে জমা পড়েছে ৯ পয়েন্ট। মুক্তিযোদ্ধার কাছে হেরে মূল্যবান ৩ পয়েন্ট নষ্ট করেছে শেখ রাসেল। সত্যি কথা বলতে কি শেখ রাসেল যে মানের দল গড়েছে প্রথম তিন ম্যাচে তাদের নৈপুণ্য তেমনভাবে চোখে পড়েনি। ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা মোহামেডানের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছিল। পরের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল মুক্তিযোদ্ধার কাছে হার মানে। অবশ্য চতুর্থ ম্যাচে গতিময় খেলা খেলে ঢাকা আবাহনীকে ২-০ গোলে পরাজিত করে। অর্থাৎ আত্মবিশ্বাস নিয়েই শেখ রাসেল আজ মাঠে নামছে। কিন্তু যতই আত্মবিশ্বাসী হোক না কেন এমিলি, জাহিদদের মনে রাখতে হবে প্রতিপক্ষ দলটা শেখ জামাল। শক্তির দিক দিয়ে কোনো অংশে তারা কম নয়। বরং লিগে জামালের খেলার ভিতর শেখ রাসেলের চেয়ে ছন্দটা চোখে পড়ছে।
সমমানের প্রতিপক্ষের সঙ্গে প্রতিটি পজিশনে জ্বলে উঠতে হবে বিষয়টি এমিলিদের অজানা নয়। এটা ঠিক আগের চার ম্যাচে অধিকাংশ সময় বল নিয়ন্ত্রণ রাখলেও কেন জানি শেখ রাসেলকে শেখ রাসেল রূপে দেখা যাচ্ছে না। তারকা ভরপুর অথচ জাহিদ ছাড়া মাঠে কেউ তেমনভাবে জ্বলে উঠতে পারছেন না। জাহিদের নৈপুণ্যতার কারণে শেখ রাসেল ৩ ম্যাচে জয়ের মুখ দেখেছে। কিন্তু আজকের প্রতিপক্ষতো শেখ জামাল। এখানে শুধু জাহিদ ভালো খেললে হবে না। সবাইকে মাঠে উজাড় করে খেলতে হবে।
অসংখ্য গোলের সুযোগ নষ্ট হচ্ছে। বিদেশিরাও কেমন জানি এলোমেলো। তাছাড়া শেখ রাসেলের গোলকিপিং ও রক্ষণভাগেও দুর্বলতার চিত্র ফুটে উঠেছে। শেখ জামাল শুধু মামুনুল, নাসির নয় তিন বিদেশি ওয়েডসন, ডালিংটন ও ল্যান্ডিং অসম্ভব ভালো খেলছেন। এদের আক্রমণ সামাল দিতে শেখ রাসেলের রক্ষণভাগকে অবশ্যই দৃঢ়তার পরিচয় দিতে হবে। আর আক্রমণভাগের খেলোয়াড়দের মনে রাখতে হবে বিগ ম্যাচে এমনিতেই গোলের সুযোগ কম আসে। এখানে গোল মিস করা মানেই বিপদ ডেকে আনা। কোচ দ্রাগান দুকানোভিচ বলেছেন, শেখ জামালের প্রতিটি পজিশনে ভালোমানের খেলোয়াড় রয়েছে। কিন্তু আমাদের যে শক্তি রয়েছে তা কাজে লাগিয়ে খেলতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়া সম্ভব। অন্যদিকে শেখ জামালের কোচ মারুফুল বলেন, ‘শেখ রাসেলকে হারাতে হলে সেরা খেলাটা খেলতে হবে। শেখ রাসেল-শেখ জামাল সমমানের দল। ম্যাচে যারা গোলের সুযোগ কাজ লাগাবে তারাই বিজয়ের হাসি হাসবে।’
শিরোনাম
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
শেখ রাসেল-শেখ জামাল হেভিওয়েট লড়াই আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর