রাতে ঝিরিঝিরি বৃষ্টি আর সকালে চনচনে রোদ। উইকেট শুষ্ক ছিল না। আউট ফিল্ডও ভেজাই ছিল কিছুটা। কাল প্রথম ঘণ্টায় ব্যাটিং করা কঠিন ছিল। তাই বলে কি এতটাই কঠিন যে, আগের দিনের ২৩৬ রানের সঙ্গে আর মাত্র ৯৬ রান করতেই পড়ে যাবে শেষের ছয় উইকেট! যাদের মধ্যে ছিলেন বাংলাদেশের দুই ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
নিউ সেনসেশন সৌম্য সরকারও তো ছিলেন। তবে দায় কোনোক্রমেই শুভাগত হোমকে দেওয়ার উপায় নেই। শেষ পর্যন্ত তিনি অপরাজিতই ছিলেন। সঙ্গীর অভাবে বাংলাদেশের ইনিংসটা বড় করতে পারেননি। ৩৩২ রানে অলআউট হওয়ার পর সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররাও। হাফিজের অপরাজিত সেঞ্চুরি এবং আজহারের হার না মানা হাফ সেঞ্চুরিতে দিন শেষে ১ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে পাকিস্তান। প্রথম দিন কিছুটা এগিয়ে থাকলেও দ্বিতীয় দিনে পিছিয়ে পড়ল বাংলাদেশ। এই পিছিয়ে পড়ার মূল কারণ দুই দুটি ক্যাচ মিস।
আগের দিন শেষ বলে মুমিনুল হকের উইকেট নিয়ে উজ্জীবিত ছিল পাকিস্তান। কাল শুরুতেই তারা বিদায় করে দেন সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অলরাউন্ডার কাল মাত্র ৮ বল মোকাবিলা করেছেন। জুলফিকার বাবরের করা লেগ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ। লেগ স্লিপে থাকা ফিল্ডার আসাদ শফিক দারুণভাবে বলটি তালুবন্দী করেন।
দিনের শুরুতেই সাকিবের বিদায়ে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। অবশ্য ষষ্ঠ উইকেটে মুশফিক ও সৌম্য সরকারের জুটি আশার সঞ্চার করেছিল বটে কিন্তু জুটিতে ৬২ রান আসার পর ফের আসাদ শফিকের দুর্দান্ত ক্যাচ। অভিষেক ম্যাচে ৩৩ রানেই থেমে যায় সৌম্যর ইনিংস। পরের ওভারেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন অধিনায়ক মুশফিক। ৭১ বল খেলে ৩২ রান। মূলত বাংলাদেশের ইনিংসের ইতি ঘটে যায় তখনই। তারপর তিন ব্যাটসম্যান তাইজুল, শহীদ ও রুবেল শুভাগতকে সঙ্গই দিতে পারলেন না। বড় স্কোরের স্বপ্ন জাগিয়ে ৩৩২ রানেই শেষ বাংলাদেশের ইনিংস।
অবশ্য সৌভাগ্যের ভেন্যু শেখ আবু নাসের স্টেডিয়াম বলেই শেষ উইকেট পর্যন্ত আশা ছিল টাইগারভক্তদের। এ মাঠে খেলা চার ওয়ানডে ও এক টি-২০-তে টাইগারদের জয়ের রেকর্ড শতভাগ। দুই টেস্টের একটিতে জয়। আরেকটিতে হারলেও ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওই টেস্টে ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন আবুল হাসান রাজু। ওই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানে ৫ উইকেট পতনের পরও টাইগাররা শেষ পর্যন্ত করেছিল ৩৮৭ রান। আর কাল বাংলাদেশের শেষ ৫ উইকেটের পতন ঘটে মাত্র ২৭ রানে।
আগের দিন সংবাদ সম্মেলনে আÍবিশ্বাসের সঙ্গেই মুমিনুল বলেছিলেন, এ উইকেটে ৩০০ রানই যথেষ্ট! তাই ৩৩২ রানের স্কোরকে মোটেও ‘ছোট’ ভাবার উপায় ছিল না! বরং সবার প্রতীক্ষা ছিল উইকেটে কী জুজু লুকিয়ে আছে তা দেখার। কিন্তু দুই পাক ওপেনার শুরু করলেন যেন ওয়ানডে স্টাইলে ব্যাটিং দিয়ে। ১২তম ওভারেই দলের রান ৫০ হয়ে যায়। অথচ বাংলাদেশ ৫০ করেছিল ২৭তম ওভারে।
ওয়ানডে ও টি-২০ সিরিজের দিকে তাকালে দেখা যায়, সফলতার অন্যতম কারণ ছিল পাকিস্তানকে আক্রমণ করে খেলার জন্য। কিন্তু টেস্টে মুশফিকরা এত বেশি রক্ষণাত্মক হয়ে গেলেন যে, তারা ৩৩২ করলেন ১২০ ওভার থেকে। তবে পাকিস্তানিরা দ্রুতগতিতে রান তুলে মুশফিকদের বুঝিয়ে দিলেন উইকেটে কোনো জুজু নেই। পুরোদস্তুর ব্যাটিং উইকেট।
সফরে হতাশায় ভুগতে থাকা মোহাম্মদ হাফিজ খেললেন ১৩৭ রানের অপরাজিত এক ইনিংস। তার অষ্টম সেঞ্চুরি। পাকিস্তানের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টানা তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ডবুকেও জায়গা করে নিয়েছেন। অথচ ১৩ রানে ‘বেনিফিট অব ডাউট’-এর কারণে নতুন জীবন পেয়েছিলেন তিনি। তাইজুলের বলে আম্পায়ার আউট দেওয়ার পরও ‘রিভিউ’-এ ৫০-৫০ সম্ভাবনা দেখা দেওয়ায় টিভি আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন। আরেক ব্যাটসম্যান আজহার আলী ১১ ও ২৮ রানে মুশফিকের ব্যর্থতায় দুবার জীবন পেয়ে শেষ পর্যন্ত অপরাজিত ৬৫ রান করেন। হাফিজ-আজহারের হার না মানা ১৭৭ রানের জুটিতে দিন শেষে পাকিস্তানিদের মুখে সাফল্যের হাসি। ঠিক উল্টো চিত্র বাংলাদেশ দলে।
সংক্ষিপ্ত স্কোর কার্ড (দ্বিতীয় দিন)
বাংলাদেশ : প্রথম ইনিংস, ৩৩২/১০, ১২০ ওভার (তামিম ইকবাল ২৫, ইমরুল কায়েশ ৫১, মুমিনুল হক সৌরভ ৮০, মাহমুদুল্লাহ রিয়াদ ৪৯, সাকিব আল হাসান ২৫, মুশফিকুর রহিম ৩২, সৌম্য সরকার ৩৩, শুভাগত হোম ১২*, মোহাম্মদ শহীদ ১০। ওয়াহাব রিয়াজ ৩/৫৫, মোহাম্মদ হাফিজ ২/৫৫, জুলফিকার বাবর ২/৯৯, ইয়াসির শাহ ৩/৮৬)।
পাকিস্তান : প্রথম ইনিংস, ২২৭/১, ৫৮ ওভার ( মোহাম্মদ হাফিজ ১৩৭*, সামি আসলাম ২০, আজহার আলি ৬৫*। তাইজুল ইসলাম ১/৪৩)।
শিরোনাম
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
- সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ
- আবদুল হামিদের দেশত্যাগ: একজন প্রত্যাহার, দু’জন বরখাস্ত
- ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান ইইউ’র
- ‘এলএনজি ও নবায়নযোগ্য খাত নিয়ে সৌদির সাথে কাজে আগ্রহী বাংলাদেশ’
- পাকিস্তান ও ভারতের শেয়ারবাজারে দর পতন
ক্যাচ মিসের খেসারত
মেজবাহ্-উল-হক, খুলনা থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সংঘাতের মধ্যেই পাকিস্তান-ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ শুরু
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম