কী করেননি নারায়ণস্বামী শ্রীনিবাসন? ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি থাকাকালীন এবং আইসিসির চেয়ারম্যান হয়ে ক্ষমতার এতটাই অপব্যবহার করেছেন, যে এখন সমালোচিত হচ্ছেন নানাভাবে। বিতর্কিত কাজ করে বিসিসিআই থেকে বহিষ্কৃত হয়েছেন শ্রীনিবাসন। এখন আইসিসির চেয়ারম্যান পদও হারাতে যাচ্ছেন! আইসিসির চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দিতে উঠে পড়ে লেগেছে বিসিসিআই এবং বর্তমান সভাপতি জগমোহন ডালমিয়া। এ জন্য ২৪ মে একটি বিশেষ সাধারণ সভা আহ্বান করেছেন ডালমিয়া। ডালমিয়া চাইলেও কাজটি একেবারে সহজ নয়। এ জন্য দুই তৃতীয়াংশ ভোট প্রয়োজন বোর্ডের। ৩০ সদস্যের কমিটির ২১টি ভোট দরকার হবে এ জন্য। যদি কোনো কারণে ২১ প্রয়োজনীয় ভোট পাওয়া না যায়, তাহলে সাধারণ সভা পেছানো হতে পারে।
আইসিসির চেয়ারম্যান হয়ে বিতর্কে জড়িয়ে পড়েন বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন। ক্ষমতার অপব্যবহার করে আইসিসির গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলী দেখান। আইসিসির তৎকালীন সভাপতি আ হ ম মুস্তফা কামালকে বিশ্বকাপ ট্রফি দিতে না দিয়ে তিনি নিজেই দেন। এ ছাড়া চেষ্টা করেন আগামী মে-জুনে ভারতের বাংলাদেশ সফর বাতিল করতে। আইসিসির চেয়ারম্যান হিসেবেই নয়, বিসিসিআইয়ের সভাপতি হিসেবে বোর্ডের টাকা অপব্যবহার করেন। ১৪ কোটি টাকা খরচ করেন বোর্ড সদস্যদের ওপর গুপ্তচরবৃত্তিতে। এ নিয়ে তুলকালাম বিসিসিআই। বোর্ড সচিব রাজীব ঠাকুরকে বিসিসিআই সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করে। যে কমিটি ওই অর্থ ব্যয়ের কারণগুলো বেড়াচ্ছে।