মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং গত মৌসুমে হকির কোনো আসরেই অংশগ্রহণ করেনি। তারপরও প্রিমিয়ার লিগ সুষ্ঠুভাবে শেষ হয়েছিল। এবার নাকি আরও কঠিন সমস্যায় পড়ছে হকি ফেডারেশন। শক্তিশালী দল আবাহনীও বেঁকে বসেছে। ক্লাব থেকে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া না গেলেও ক্রীড়াঙ্গনে গুঞ্জন উঠেছে মোহামেডান না খেললে তারাও এবার লিগ খেলা থেকে বিরত থাকবে। অন্যদিকে হকির আরেক শীর্ষ দল ঊষা ক্রীড়াচক্রও টালবাহানা করছে। সত্যি আবাহনী ও ঊষা যদি সত্যিকারে বয়কটের সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে ফেডারেশনের পক্ষে লিগ আয়োজন করা মুশকিল হয়ে পড়বে। এ ব্যাপারে সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বেশ জোরালো কণ্ঠে বলেছেন, আবাহনী ও ঊষা লিগে অবশ্যই অংশ নেবে। তবে কিছুদিন আগে আবাহনী ক্লাব চিঠি দিয়ে ফেডারেশনের কাছে জানতে চেয়েছে লিগে কটা দল অংশ নেবে। এটা জানলে তারা সেভাবে দলবদলের কাজ সম্পন্ন করবে। অন্যদিকে ঊষা অনুরোধ রেখেছিল দলবদল কিছুদিনের জন্য পিছিয়ে দিতে। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে তাদের বেশ কজন ডোনার সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছেন। তাই তাদের পর্যাপ্ত ফান্ড পেতে সমস্যা হচ্ছে। গতকাল বৈঠক করে দলগুলোর সঙ্গে আলোচনা করে দলবদল পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ অনুযায়ী প্রিমিয়ার লিগের দলবদল চলবে ২৪-২৬ মে পর্যন্ত। সুতরাং এখানেতো কোনো সমস্যা দেখছি না। তাছাড়া গত ২৯ মার্চ ঢাকা ক্লাবে আবাহনীর পরিচালকরা বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার। অর্থাৎ আবাহনী ও ঊষা লিগ খেলছে না এটা গুজব ছাড়া আর কিছুই নয়। অবশ্য ওয়ান্ডারার্স ক্লাব আপত্তি তুলেছে সব দল অংশ না নিলে তারা লিগ খেলবে না। তাও তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি।
সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ নাকি বেশ চাপের মধ্যে রয়েছেন। ফেডারেশনের নির্বাহী কমিটির সঙ্গে নাকি তার দূরত্ব তৈরি হয়েছে। শুধু তাই নয় শোনা যাচ্ছে আবাহনী ক্লাবের সঙ্গেও তার সম্পর্কের অবনতি ঘটেছে। বিষয়টি অস্বীকার করে রহমতউল্লাহ বলেন, আমার সঙ্গে যদি দূরত্ব সৃষ্টি হতো তাহলে একের পর এক হকির আসর মাঠে নামছে কীভাবে। মিলেমিশে কাজ হচ্ছে বলেইতো আগের যে কোনো সময়ের চেয়ে হকির চাকা সচল রয়েছে। আর আমার সঙ্গে কি কারণে আবাহনীর সম্পর্কের অবনতি ঘটবে তা বুঝতে পারছি না। আসলে আমার বিরুদ্ধে বিশেষ এক মহল অপপ্রচার চালাচ্ছে। যাক যতই অপপ্রচার চালানো হোক না কেন, হকির গতিকে কেউ থামিয়ে রাখতে পারবে না। লিগও হবে অন্যান্য আসর সঠিক সময়ে মাঠে গড়াবে।