খুব সহজ একটা সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলেই চ্যাম্পিয়নের খেতাব পাবে ব্লুজরা। এই সহজ সমীকরণটাকেই আরও সহজ করে দিলেন ইডেন হ্যাজার্ড। ম্যাচের ৪৫ মিনিটে গোল করে স্ট্যামফোর্ড ব্রিজের দর্শকদের উৎসবে মাতিয়ে দিলেন এ বেলজিয়ান। তিন ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করল হোসে মরিনহোর শিষ্যরা। ৩৫ ম্যাচে ব্লুজরা সংগ্রহ করেছে ৮৩ পয়েন্ট। ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে দ্বিতীয় স্থানে। ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান তিন নম্বরে। তবে সামনের সবকটি ম্যাচ জিতেও আর কোনো দলই চেলসিকে স্পর্শ করতে পারবে না। পর্তুগিজ কোচ রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসিতে যোগ দিয়েছিলেন যে উদ্দেশ্যে দ্বিতীয় মৌসুমেই তা পূরণ করলেন। পাঁচ বছর পর ইংলিশ লিগ জিতল চেলসি। সর্বশেষ তারা ২০০৯-১০ মৌসুমে এই শিরোপা জিতেছিল কার্লো আনসেলত্তির অধীনে। হোসে মরিনহো তার চতুর্থ ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করলেন। এর আগে চেলসির কোচ হিসেবেই তিনি তিনটি ইংলিশ লিগ শিরোপা জিতেছিলেন।