বার্বাডোজ টেস্টে সফরকারী ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজ ড্র করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। কেনসিংটন ওভালে অনুষ্ঠিত শেষ টেস্টটি তিনদিনেই শেষ হয়ে যায়। তৃতীয় দিনে জয়ের জন্য ক্যারিবীয়দের দরকার ছিল ১৯২ রান। মাত্র ৫ উইকেট হারিয়ে ৬২.৪ ওভারেই জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় তারা। সফরকারী ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৩ রান তুলতে সক্ষম হয়। তাদের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ২৫৭ রান। আর ক্যারিবীয়দের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ১৮৯ রান। ফলে সফরকারীদের সামগ্রিক লিড দাঁড়ায় ১৯১ রান।
তৃতীয় দিনে গতকালের ৫ উইকেটে ৩৯ রান নিয়ে খেলতে নেমে আজ আর মাত্র ৮৪ রান যোগ করতে সক্ষম হয় সফরকারী ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন জস বাটলার। আর স্টোকস ৩২ ও ব্যালান্স করেন ২৩ রান।
এদিকে, ম্যান অব সিরিজ নির্বাচিত হয়েছেন ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন। বার্বাডোজ টেস্টে অ্যান্ডারসন মোট ৭টি উইকেট নিয়েছেন। শেষ টেস্টের প্রথম ইনিংসে ৬টি উইকেট নেন তিনি। আর বার্বাডোজ টেস্টের ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেরমেইন ব্ল্যাকউড। শেষ টেস্টের প্রথম ইনিংসে ৮৫ রান ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪৭ রান করেন তিনি। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/ ৪ মে ২০১৫/শরীফ