ওয়ানডে, টি-টোয়েন্টি ম্যাচে করুণ পরাজয়ের পর প্রথম টেস্টটিও হাতছাড়া হয়ে গেল পাকিস্তানের। জেতার আশা জাগিয়েও ম্যাচটি ড্র-তে গড়ায়। আগামী বুধবার সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে যেভাবেই হোক কলঙ্ক কিছুটা মোচন করতে চায় পাকিস্তান। তাই আজ সোমবার সাত-সকালেই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নেমে গেছে পাক বাহিনী।
অন্যদিকে পাকিস্তান দল অনুশীলন করলেও বিশ্রামে রয়েছে বাংলাদেশ দল। আগামীকাল মঙ্গলবার তারা নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলনে নামবে বলে জানা গেছে।
এই সফরে পাকিস্তান মোটেই সুবিধা করতে পারেনি। ওয়ানডে সিরিজে ধবল ধোলাইয়ের পর হেরেছে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও। তারপরে সিরিজের প্রথম টেস্টও বাংলাদেশের ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ে জয়ের আসা করেও ড্র নিয়ে মাঠ ছেড়েছে মিসবার দল। তাই শেষ টেস্টে অন্তত একটি জয় নিয়ে সন্তষ্ট থাকতে চায় পাকিস্তান।
অন্যদিকে বসে থাকবে না বাংলাদেশও। তারাও এই টেস্ট জিতে নেয়ার জন্য ব্যাকুল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ দলের উইকেটে যে বিপর্যয় দেখা দিয়েছিল সেটা দ্বিতীয় টেস্টে কাভার করতে চায় টাইগাররা। দলের একাধিক খেলোয়াড়ের সঙ্গে কথা বলে এমনটিই বোঝা গেছে।
বিডি-প্রতিদিন/০৪ মে ২০১৫/ এস আহমেদ