মাদ্রিদ টেনিস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামস।
সেরেনার বিপক্ষে মাথা উঁচু করে দাঁড়াতেই পারেননি তারই স্বদেশি ম্যাডিসন। তাকে ৬-০, ৬-১ গেমে পরাজিত করে পরবর্তী রাউন্ড নিশ্চত করেছেন সেরেনা। জয় পেতে মাত্র ৫৫ মিনিট সময় নিয়েছেন মার্কিন কৃষ্ণকলি। দ্বিতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন স্লোয়ান স্টিফেন্সের।
বিডি-প্রতিদিন/০৪ মে ২০১৫/ এস আহমেদ