এ বছর ইস্তাম্বুল ওপেন শিরোপা জিতেছেন বিশ্বের দুই নম্বর তারকা সুইস লেজেন্ড রজার ফেদেরার। উরুগুয়ের পাবলো কুভাসকে ৬-৩, ৭-৬ গেমে হারিয়ে ২০১২ সালের পর এই প্রথম কোনো ক্লে কোর্ট শিরোপা জিতলেন তিনি। এ জয়ের মধ্য দিয়ে টেনিস ক্যারিয়ারের ৮৫তম শিরোপা ব্যাগে পুরলেন সুইস এই টেনিস তারকা।
দীর্ঘ তিন বছর পর ক্লে কোর্টে শিরোপা জেতায় উচ্ছ্বসিত ফেদেরার। ম্যাচ শেষে তাই এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'ক্লেতে শেষবার শিরোপা জেতার পর থেকে কিছু সময় পেরিয়ে গেছে। এখানে খেলাটা উপভোগ করেছি।' খবর বিবিসির
বিডি-প্রতিদিন/ ৪ মে ২০১৫/শরীফ