পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্ট বাংলাদেশকে দিয়েছে দু'হাত ভরে। তাই অনেক রেকর্ডের ভিড়ে একটি বিশ্ব রেকর্ড চোখ এড়িয়ে গেছে অনেকের। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫৫৫ রান। যার মধ্যে ছিল তামিম ইকবাল (২০৬)ও ইমরুল কায়েসের (১৫০) ৩১২ রানের উদ্বোধনী জুটির বিশ্বরেকর্ড। একইসঙ্গে দুই বাঁ হাতি ওপেনারের এমন কীর্তির দিনে আরেকটি বিশ্ব রেকর্ডে যোগ দেন মুমিনুল হক (২১), সৌম্য সরকার (৩৩) ও সাকিব আল হাসান (৭৬*)। বাংলাদেশের এই ৫ বাঁ হাতি ব্যাটসম্যান মিলে দ্বিতীয় ইনিংসে করেছিল ৪৮৬ রান। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে বাঁ হাতি ব্যাটসম্যানদের সর্বোচ্চ সম্মিলিত সংগ্রহ।
এরআগে, ২০০০ সালে ভারতের বিপক্ষে নাগপুরে জিম্বাবুইয়ানরা স্কোরবোর্ডে তুলেছিল ৫০৩ রান। যার মধ্যে বাঁ হাতি ব্যাটসম্যানরা করেছিলেন ৪০৯ রান। এতোদিন দ্বিতীয় ইনিংসে এটাই ছিল বাঁ হাতি ব্যাটসম্যানদের সর্বোচ্চ সম্মিলিত সংগ্রহ। ওই ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। সেঞ্চুরি পেয়েছিলেন অ্যালিস্টার ক্যাম্পবেল। বাংলাদেশের মতোই ওই ম্যাচটিতেও প্রথম ইনিংসের ঘাটতি পূরণ করে টেস্ট ড্র করেছিল জিম্বাবুয়ে।
তবে যেকোনো ইনিংসে বাঁ হাতি ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসেই ক্যারিবীয় বাঁ হাতিদের সম্মিলিত সংগ্রহ ছিল ৬১২ রান। এর মধ্যে রেকর্ডের বরপুত্র ব্রায়ান লারার একারই ছিল ৪০০ রান।
বিডি-প্রতিদিন/০৪ এপ্রিল, ২০১৫/মাহবুব