ইনজুরির কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন পেসার রুবেল হোসেন। খুলনায় টেস্ট চলাকালেই পেশীতে টান পেয়ে ইনজুরিতে পড়েছিলেন তিনি। তারপরও ঢাকা টেস্টে তাকে রেখেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কিন্তু উরুর মাসলের ব্যাথা সারতে রুবেলের সপ্তাহ খানেক সময় লাগবে যে কারণে ঢাকা টেস্ট খেলা হচ্ছে বাগেরহাটের এ ক্রিকেটারের।
ঢাকা টেস্টে বাংলাদেশ দলের অপরিহার্য এই পেসারের পরিবর্তে কাকে খেলানো হবে, তা এখনও নিশ্চিত নয়। তবে বিকালের মধ্যেই রুবেলের রিপ্লেসমেন্ট জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির একটি সূত্র। ওই সূত্রটিই জানিয়েছে, রুবেলের পরিবর্তে দলে অন্তভূক্তি করা হতে পারে পেসার আবুল হাসান রাজুকে। রাজু পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন।
বিডি-প্রতিদিন/০৪ এপ্রিল, ২০১৫/মাহবুব