বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৫-এর লোগো উন্মোচন করা হয়েছে। সোমবার রাজধানীর জোয়ার সাহারা এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লোগো উন্মোচন করেন বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ, বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান খান ও ফেডারেশনের জুনিয়র ডিভিশন গলফের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মাসুদ রাজ্জাক।
পরে বাংলাদেশ গলফ ফেডারেশনের সঙ্গে এশিয়ান ট্যুরের চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন, বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ ও এশিয়ান ট্যুরের ফ্রিৎজ ক্যাটজেনগ্রাবার।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। বাংলাদেশে প্রথমবারের গলফ আয়োজনে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। বসুন্ধরা গ্রুপ সমাজের খেলাধুলা বিকাশে সব সময় সহযোগিতা করে থাকে।
বিডি-প্রতিদিন/০৪ এপ্রিল, ২০১৫/মাহবুব