খুলনায় বাংলাদেশের সাথে সিরিজের প্রথম টেস্ট ড্র করে পাকিস্তান। যদিও বাংলাদেশকে তাড়াতাড়ি আলআউট করতে পারলে ম্যাচটি জিততে পারতো বলে মনে করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ওই ম্যাচের পর পাকিস্তান ক্রিকেট ভবিষৎ নিয়ে প্রশ্ন তোলা শুরু করে দিয়েছে তারা। এমনকি এদের কেউ কেউ বলেছে বাংলাদেশিদের দেখা পাকিস্তানি ক্রিকেটারদের শেখা উচিত। তবে এত ঝড়-ঝঞ্ঝার মধ্যে একটি খুশির খবর পেল পাকিস্তান। বাংলাদেশেল সঙ্গে ড্র করেও র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে তিনে উঠে এসেছে মিসবাহ উল হকের পাকিস্তান।
এই টেস্ট শুরুর আগে পাকিস্তান ছিল চার নম্বরে। টেস্ট ড্র করার দুই দিন পর তারা উঠে আসলো তিন নাম্বারে! আসলে তা নয়, মূলত গতকাল ব্রিজটাউনে হয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্টে ইংল্যান্ডের হারার কারনেই পাকিস্তান উঠে আসছে র্যাঙ্কিংয়ের তিন নাম্বারে। বাংলাদেশ ৩২ রেটিং পয়েন্ট নিয়ে আছে র্যাঙ্কিংয়ের ৯ নাম্বারে।
বিডি-প্রতিদিন/০৪ এপ্রিল, ২০১৫/মাহবুব