বয়স মাত্র তিন। এ বয়সে যেখানে অনেকেই ব্যাট ধরতে পারে না, সেখানে 'ব্রকলিন র্যাট' সজোরে বলকে উপরে আঁছড়ে ফেলছেন। আর এতেই মাত্র তিন বছরেই নতুন ম্যাককালাম তকমা পেয়েছেন নিউজিল্যান্ডের ছোট্ট এই বিস্ময় বালক। যার অদম্য সাহসী ব্যাটিংয়ের জন্যে ইতিমধ্যে নজর কেড়েছেন বিশ্ববাসীর। ব্রকলিনের মা ড্যানিয়েলে ডিন্স জানান, তার ছেলে যখন হাটা শুরু করে তখন থেকেই ক্রিকেটের প্রতি অনেক মনযোগী।
তিনি বলেন, 'তার যখন দুই বছর বয়স তখন আমরা তাকে দেখে অবাক হই। প্রথমে সে বল কয়েকটা বাউন্স খাওয়ার পর জোরে হিট করতে পারতো কিন্তু আড়াই বছর হওয়ার পর সে বল এক বাউন্সের পড়েই সাজোরে মারতে পারে। ব্রকলিনের পছন্দের ক্রিকেটার নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। সে ম্যাককালামের ব্যাটিং সব সময় অনুসরন করে।
https://www.youtube.com/watch?v=bPJ05HiwwSU
বিডি-প্রতিদিন/০৪ এপ্রিল, ২০১৫/মাহবুব