বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকার চাল ব্যবসায়ী মোশারেফ হোসেনের মেয়ে দোলার সঙ্গে জাতীয় দলের পেসার রুবেল হোসেনের কি বিয়ে হচ্ছে? রুবেলের বিয়ে ঠিক, রিং বদল হয়ে গেছে, মেয়ের নাম-ধাম সবকিছুই বিভিন্ন অনলাইন ও পত্রিকায় খবর হয়ে এসেছে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এমন যে যার মত করে বানিয়েছে বলে দাবি করেছেন খোদ রুবেল হোসেনই। আর রুবলের পরিবার দাবি করছে রুবেলের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখা হচ্ছে এটা সত্য, কিন্তু দোলা নামের কোন মেয়ের সাথেই রুবেলের বিয়ে ঠিক হয়নি। হয়নি কোন মেয়ের সাথে আংটি বদলও।
রুবেলের পাত্রী পছন্দের ঘটনায় বাগেরহাটের অলি-গলিতে চলছে আলোচনা। রুবেলকে বিয়ে করতে নাকি কনে প্রস্তুত? কিভাবে ছড়াল এ গুজব। রুবেরের সাবেক প্রেমিকা চিত্র নায়িকা হ্যাপির ফেসবুক স্ট্যাটাস থেকে নাকি এ বিয়ে কাহিনীর উৎপত্তি। আর এমন খবরে বাগেরহাট জেলা ক্রীড়াঙ্গন ও সাংবাদিকরা যেন ভূমিকম্পের মত নড়ে চড়ে বসেছে। যে যার মত গল্প বানিয়ে নিচ্ছে। তবে রুবেল বাগেরহাট শহরের মুনিগঞ্জে বিয়ে করছেন এমন খবর প্রকাশের পর বাগেরহাটে সংবাদকর্মীরা দিনভর বিভিন্ন স্থনে খোঁজ নিয়ে এ খবরের কোন সত্যতা পায়নি। আনুষ্ঠানিকভাবে দোলাকে দেখতেও যায়নি রুবেলের পরিবারের কোন সদস্য।
ছয় মাস ধরে ঢাকায় অবস্থানরত রুবেলের মা রমেজান বিবি মুঠোফোনে জানান, রুবেল এখন খেলা নিয়ে ব্যস্ত আছে। তার মাথায় বিয়ে বিষয় তারা ঢুকাতে চাই না। কেউ হয়তো অতি উৎসাহী হয়ে এই বিয়ের কথা রটাচ্ছে।
রুবেলের বাবা মুন্সি আবুবকর সিদ্দিক বলেন, রুবেলকে নিয়ে কিছু মানুষ অহেতুক মিথ্যাচার করছে। আমরা রুবেলের বিয়ের বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আমি মাত্র কয়েক দিন হল ঢাকা থেকে বাগেরহাট এসেছি। ওর মা দীর্ঘদিন ধরে ঢাকায় রয়েছে। তবে রুবেলের বিয়ে ঠিক হলে সবাইকে অবশ্যই জানানো হবে। পারিবারিকভাবে আমরা ওর জন্য মেয়ে দেখছি এটা সত্য। মেয়ে পছন্দ হলে সবাইকে জানানো হবে।
এ বিষয়ে রুবেল হোসেনের সাথে সোমবার বিকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিয়ের জন্য মেয়ে ঠিক ও রিং পরানো হয়েছে এমন কোন বিষয় তিনি জানেন না। এমনকি তার পরিবারও জানেনা। তবে পারিবারিকভাবে তার জন্য মেয়ে দেখা হচ্ছে বলে তিনি স্বীকার করেন।
বাবা-মা'র পছন্দ মতে বিয়ে করবেন কি না? এমন এক প্রশ্নের জবাবে রুবেল বলেন, আপাতত বিয়ে নিয়ে ভাবছি না পছন্দ-অপছন্দ পরের বিষয়। ইনজুরি কাটিয়ে দ্রুত খেলার মাঠে ফিরতে চাই। থাকতে চাই খেলা নিয়ে ব্যস্ত।
বিডি-প্রতিদিন/০৪ এপ্রিল, ২০১৫/মাহবুব