সর্বকালের সেরা ফাস্ট বোলার কে? এমন প্রশ্নে নাম উঠে আসে বেশ কয়েকজনের। মাইকেল হোল্ডিং, ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, স্যার রিচার্ড হ্যাডলি, ডেনিস লিলি, স্যার ইয়ান বোথাম, অ্যালান ডোনাল্ডসহ নাম আসবে বহু পেসারের। কিন্তু সবচেয়ে দ্রুত গতির বোলিং করেছেন কে? চোখ বন্ধ করে যে কেউ বলে দিবেন পাকিস্তানের লিজেন্ড ফাস্ট বোলার শোয়েব আখতারের নাম। ক্রিকেটের প্রথম বোলার হিসেবে ১০০ মাইলের উপর গতিতে প্রথম বোলিং করেন শোয়েব। বিশ্বের সেরা পাঁচ গতিশীল বোলারের নাম দেওয়া হলো।
শোয়েব আখতার : মুখরোচক সংবাদের জন্ম দিতে শোয়েব আখতার থাকেন সবার আগে। তবে ক্যারিয়ার শুরু থেকে গতির ঝড় তুলে ক্রিকেট বিশ্বকে থমকে দিয়েছেন। প্রতিনিয়ত বোলিং করেছেন ১৫০-১৫৫ কিলোমিটার গতিতে। প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ মাইলের উপর গতিতে বোলিং করেছেন শোয়েব। ইংল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে ১৬১.৩ কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন এই পাকিস্তানি ফাস্ট বোলার। এখন পর্যন্ত যে রেকর্ড অক্ষত।
ব্রেট লি : দ্বিতীয় সর্বোচ্চ গতিতে বোলিং করার রেকর্ড অস্ট্রেলিয়ার লিজেন্ড ফাস্ট বোলার ব্রেট লির। ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১.১ কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন লি। এটা দ্বিতীয় দ্রুতগতির বোলিং।
শন টেইট : তৃতীয় বোলার হিসেবে ১০০ মাইলের উপর গতিতে বোলিং করেন শন টেইট। অসি এই ফাস্ট বোলার একমাত্র বোলার যিনি দুই দুইবার ১৬০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। ২০১০ সালে এই ক্যাঙ্গারু ফাস্ট বোলার ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.১ কিলোমিটার গতিতে বোলিং করেন। যা তৃতীয় দ্রুতগতির বোলিং। এই অসি ফার্স্ট বোলার ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে টি-২০ ক্রিকেটে ১৬০.৭ কিলোমিটার গতিতে বোলিং করেন টেইট। এটা ক্রিকেট বিশ্বের চতুর্থ দ্রুতগতির বল।
জেফরি টমসন : লিজেন্ড অসি ফাস্ট বোলার। 'আমি উইকেটে ব্যাটসম্যানের রক্ত দেখতে চাই'- তার এই বিখ্যাত উক্তি এখন গায়ে হিম ধরায়! প্রথম ফাস্ট বোলার, যাকে বলা হতো ১০০ মাইলের উপর গতিতে বোলিং করার ইতিহাস গড়েছিলেন জেফরি টমসন। ১৯৭৫ সালে পার্থের হার্ড ও বাউন্সি উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬০.৪ কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন টমসন।