আগের সেই উত্তেজনা বা উদ্দীপনা নেই। তারপরও মোহামেডান-আবাহনী মানে মর্যাদার লড়াই। আজ দুই দল পেশাদার লিগে মুখোমুখি হচ্ছে। এই খবর অনেক ক্রীড়ামোদী জানেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অথচ এক সময়ে দুই দলের ফুটবল লড়াই ঘিরে উত্তেজনার শেষ থাকত না। এখন গ্যালারি থাকে প্রায় ফাঁকা। ৭০, ৮০ এমনকি ৯০ দশক পর্যন্ত দুই দলের খেলা দেখতে দুপুরেই গ্যালারি ভরে যেত। ম্যাচ ঘিরে স্মৃতি বা গোলের দৃশ্যগুলো এখনো চোখে ভাসে। মোহামেডান-আবাহনী ম্যাচে অনেক গোল হয়েছে। কিন্তু কিছু গোল কখনো ভুলবার নয়। সেরা গোল কোনটি- এ নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। কিন্তু ১৯৮৭ সালে লিগে খোরশেদ-বাবুলের গোলটিকে অনেকে সেরা বলে চিহ্নিত করেছেন। কীভাবে গোলটি করলেন তা গতকাল জানতে চাওয়া হয় বাবুলের কাছে। বাবুল বলেন, সে অনেক কাহিনী। ১৯৭৭ সালে ভিক্টোরিয়া থেকে আমি আবাহনীতে যোগ দিই। ১৯৮৬ সাল পর্যন্ত এই দলের জার্সি পরে মাঠে নামি। ১৯৮১ সালে আমার নেতৃত্বে আবাহনী লিগ চ্যাম্পিয়ন হয়। দীর্ঘদিন খেলায় দলের প্রতি আলাদা একটা মায়া জমে যায়।
আবাহনী ছাড়ব কখনো ভাবেনি। কিন্তু ১৯৮৭ সালে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হই। সেবার আবাহনী ১৯৮৬ সালে ইরাকের হয়ে বিশ্বকাপ খেলা করিম মোহাম্মদ ও সামির সাকিকে দলে ভিড়িয়ে ছিল। বলতে পারেন স্মরণকালের সেরা দল গঠন করে। দেখলাম লোকাল খেলোয়াড়দের সঙ্গে আলাপ করলেও আমাকে গুরুত্ব দিচ্ছিল না। কর্মকর্তারা ভেবেছিলেন আমার পারফরম্যান্স ফুরিয়ে গেছে। অভিমানে দল ছেড়ে মোহামেডানে যোগ দিলাম। প্রতিজ্ঞা ছিল কারও বিরুদ্ধে না পারি আবাহনীর বিপক্ষে গোল করবই। তা পূরণ হলো লিগের শেষ ম্যাচে। সেবার মোহামেডানের বিরুদ্ধে ড্র করলেই আবাহনী চ্যাম্পিয়ন হয়ে যেত। তারপর আবার ম্যাচে তারা ২-১ গোলে এগিয়ে আছে। দ্বিতীয়ার্ধে এমেকা খেলায় সমতা ফেরায়। ম্যাচের তখন তিন মিনিট বাকি। সবাই ধরে নিয়েছিল আবাহনী চ্যাম্পিয়ন হতে চলেছে। আবাহনী সমর্থকরা তখন মনের আনন্দে রং ছিটাতেও শুরু করেছে।
এ সময় আক্রমণে ছিল করিম মোহাম্মদ। তার কাছ থেকে বল কেড়ে নিয়ে সতীর্থ রণজিৎকে পাস দিলাম। রণজিৎ আবার ক্রশ করল আমার দিকে। সঙ্গে সঙ্গে শর্ট নিলাম। দেখলাম আবাহনীর জালে বল। আমার এ গোলই মোহামেডান জিতে গেল। পরে প্লে অফ ম্যাচে আবাহনীকে হারিয়ে আমরাই চ্যাম্পিয়ন হলাম। ক্যারিয়ারে অনেক গোল করেছি। কিন্তু ’৮৭ সালে আবাহনীর বিপক্ষে গোলটা এখনো আমার চোখে ভাসে।
শিরোনাম
- পালিয়ে যাওয়া সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- লন্ডন থেকে নিউইয়র্ক যেতে লাগবে ৬০ মিনিট!
- লা লিগায় ইতিহাস গড়লেন এমবাপ্পে
- চাঁপাইনবাবগঞ্জে আবারও মাদকসহ গ্রেফতার সেই আরিফ
- ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন রাজধানীতে গ্রেফতার
- টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগরভবনের সব গেইটে তালা
- রিয়ালের জয়ে অপেক্ষা বাড়ল বার্সার
- মেসির মায়ামির রুদ্ধশ্বাস ড্র
- চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন
- হত্যা-ধর্ষণের হুমকির অভিযোগ: বৈষম্যবিরোধী নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
- ফেসবুক পে-আউট সেটআপে ভুল হলে যা করবেন
- কাঁচা কাঁঠাল কেন খাবেন?
- আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে যারা
- চাপের মুখে ফের হামলা চালাতে পারে ভারত: খাজা আসিফ
- হাতিরঝিলের ভেঙে যাওয়া সীমানা দ্রুত মেরামতের নির্দেশ
- প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে শেফিল্ডের সামনে শুধু সান্ডারল্যান্ড
- ভালোবাসার মানুষকে হারিয়ে এখনও কাঁদেন প্রীতি জিনতা
- ব্রাজিল দলে সহকারী হিসেবে কাকাকে চান আনচেলত্তি
- আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ: সাত হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
এখনো চোখে ভাসে সেই গোল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর