আগের সেই উত্তেজনা বা উদ্দীপনা নেই। তারপরও মোহামেডান-আবাহনী মানে মর্যাদার লড়াই। আজ দুই দল পেশাদার লিগে মুখোমুখি হচ্ছে। এই খবর অনেক ক্রীড়ামোদী জানেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অথচ এক সময়ে দুই দলের ফুটবল লড়াই ঘিরে উত্তেজনার শেষ থাকত না। এখন গ্যালারি থাকে প্রায় ফাঁকা। ৭০, ৮০ এমনকি ৯০ দশক পর্যন্ত দুই দলের খেলা দেখতে দুপুরেই গ্যালারি ভরে যেত। ম্যাচ ঘিরে স্মৃতি বা গোলের দৃশ্যগুলো এখনো চোখে ভাসে। মোহামেডান-আবাহনী ম্যাচে অনেক গোল হয়েছে। কিন্তু কিছু গোল কখনো ভুলবার নয়। সেরা গোল কোনটি- এ নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। কিন্তু ১৯৮৭ সালে লিগে খোরশেদ-বাবুলের গোলটিকে অনেকে সেরা বলে চিহ্নিত করেছেন। কীভাবে গোলটি করলেন তা গতকাল জানতে চাওয়া হয় বাবুলের কাছে। বাবুল বলেন, সে অনেক কাহিনী। ১৯৭৭ সালে ভিক্টোরিয়া থেকে আমি আবাহনীতে যোগ দিই। ১৯৮৬ সাল পর্যন্ত এই দলের জার্সি পরে মাঠে নামি। ১৯৮১ সালে আমার নেতৃত্বে আবাহনী লিগ চ্যাম্পিয়ন হয়। দীর্ঘদিন খেলায় দলের প্রতি আলাদা একটা মায়া জমে যায়।
আবাহনী ছাড়ব কখনো ভাবেনি। কিন্তু ১৯৮৭ সালে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হই। সেবার আবাহনী ১৯৮৬ সালে ইরাকের হয়ে বিশ্বকাপ খেলা করিম মোহাম্মদ ও সামির সাকিকে দলে ভিড়িয়ে ছিল। বলতে পারেন স্মরণকালের সেরা দল গঠন করে। দেখলাম লোকাল খেলোয়াড়দের সঙ্গে আলাপ করলেও আমাকে গুরুত্ব দিচ্ছিল না। কর্মকর্তারা ভেবেছিলেন আমার পারফরম্যান্স ফুরিয়ে গেছে। অভিমানে দল ছেড়ে মোহামেডানে যোগ দিলাম। প্রতিজ্ঞা ছিল কারও বিরুদ্ধে না পারি আবাহনীর বিপক্ষে গোল করবই। তা পূরণ হলো লিগের শেষ ম্যাচে। সেবার মোহামেডানের বিরুদ্ধে ড্র করলেই আবাহনী চ্যাম্পিয়ন হয়ে যেত। তারপর আবার ম্যাচে তারা ২-১ গোলে এগিয়ে আছে। দ্বিতীয়ার্ধে এমেকা খেলায় সমতা ফেরায়। ম্যাচের তখন তিন মিনিট বাকি। সবাই ধরে নিয়েছিল আবাহনী চ্যাম্পিয়ন হতে চলেছে। আবাহনী সমর্থকরা তখন মনের আনন্দে রং ছিটাতেও শুরু করেছে।
এ সময় আক্রমণে ছিল করিম মোহাম্মদ। তার কাছ থেকে বল কেড়ে নিয়ে সতীর্থ রণজিৎকে পাস দিলাম। রণজিৎ আবার ক্রশ করল আমার দিকে। সঙ্গে সঙ্গে শর্ট নিলাম। দেখলাম আবাহনীর জালে বল। আমার এ গোলই মোহামেডান জিতে গেল। পরে প্লে অফ ম্যাচে আবাহনীকে হারিয়ে আমরাই চ্যাম্পিয়ন হলাম। ক্যারিয়ারে অনেক গোল করেছি। কিন্তু ’৮৭ সালে আবাহনীর বিপক্ষে গোলটা এখনো আমার চোখে ভাসে।
শিরোনাম
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
এখনো চোখে ভাসে সেই গোল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর