আগের সেই উত্তেজনা বা উদ্দীপনা নেই। তারপরও মোহামেডান-আবাহনী মানে মর্যাদার লড়াই। আজ দুই দল পেশাদার লিগে মুখোমুখি হচ্ছে। এই খবর অনেক ক্রীড়ামোদী জানেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অথচ এক সময়ে দুই দলের ফুটবল লড়াই ঘিরে উত্তেজনার শেষ থাকত না। এখন গ্যালারি থাকে প্রায় ফাঁকা। ৭০, ৮০ এমনকি ৯০ দশক পর্যন্ত দুই দলের খেলা দেখতে দুপুরেই গ্যালারি ভরে যেত। ম্যাচ ঘিরে স্মৃতি বা গোলের দৃশ্যগুলো এখনো চোখে ভাসে। মোহামেডান-আবাহনী ম্যাচে অনেক গোল হয়েছে। কিন্তু কিছু গোল কখনো ভুলবার নয়। সেরা গোল কোনটি- এ নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। কিন্তু ১৯৮৭ সালে লিগে খোরশেদ-বাবুলের গোলটিকে অনেকে সেরা বলে চিহ্নিত করেছেন। কীভাবে গোলটি করলেন তা গতকাল জানতে চাওয়া হয় বাবুলের কাছে। বাবুল বলেন, সে অনেক কাহিনী। ১৯৭৭ সালে ভিক্টোরিয়া থেকে আমি আবাহনীতে যোগ দিই। ১৯৮৬ সাল পর্যন্ত এই দলের জার্সি পরে মাঠে নামি। ১৯৮১ সালে আমার নেতৃত্বে আবাহনী লিগ চ্যাম্পিয়ন হয়। দীর্ঘদিন খেলায় দলের প্রতি আলাদা একটা মায়া জমে যায়।
আবাহনী ছাড়ব কখনো ভাবেনি। কিন্তু ১৯৮৭ সালে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হই। সেবার আবাহনী ১৯৮৬ সালে ইরাকের হয়ে বিশ্বকাপ খেলা করিম মোহাম্মদ ও সামির সাকিকে দলে ভিড়িয়ে ছিল। বলতে পারেন স্মরণকালের সেরা দল গঠন করে। দেখলাম লোকাল খেলোয়াড়দের সঙ্গে আলাপ করলেও আমাকে গুরুত্ব দিচ্ছিল না। কর্মকর্তারা ভেবেছিলেন আমার পারফরম্যান্স ফুরিয়ে গেছে। অভিমানে দল ছেড়ে মোহামেডানে যোগ দিলাম। প্রতিজ্ঞা ছিল কারও বিরুদ্ধে না পারি আবাহনীর বিপক্ষে গোল করবই। তা পূরণ হলো লিগের শেষ ম্যাচে। সেবার মোহামেডানের বিরুদ্ধে ড্র করলেই আবাহনী চ্যাম্পিয়ন হয়ে যেত। তারপর আবার ম্যাচে তারা ২-১ গোলে এগিয়ে আছে। দ্বিতীয়ার্ধে এমেকা খেলায় সমতা ফেরায়। ম্যাচের তখন তিন মিনিট বাকি। সবাই ধরে নিয়েছিল আবাহনী চ্যাম্পিয়ন হতে চলেছে। আবাহনী সমর্থকরা তখন মনের আনন্দে রং ছিটাতেও শুরু করেছে।
এ সময় আক্রমণে ছিল করিম মোহাম্মদ। তার কাছ থেকে বল কেড়ে নিয়ে সতীর্থ রণজিৎকে পাস দিলাম। রণজিৎ আবার ক্রশ করল আমার দিকে। সঙ্গে সঙ্গে শর্ট নিলাম। দেখলাম আবাহনীর জালে বল। আমার এ গোলই মোহামেডান জিতে গেল। পরে প্লে অফ ম্যাচে আবাহনীকে হারিয়ে আমরাই চ্যাম্পিয়ন হলাম। ক্যারিয়ারে অনেক গোল করেছি। কিন্তু ’৮৭ সালে আবাহনীর বিপক্ষে গোলটা এখনো আমার চোখে ভাসে।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
এখনো চোখে ভাসে সেই গোল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর