বিশ্বকাপ ক্রিকেট, টি-২০ বিশ্বকাপ, এশিয়া কাপ উপভোগ করেছেন ক্রীড়ামোদীরা। কিন্তু আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজের যে উন্মাদনা ও রোমাঞ্চ; তার ধারেকাছে নেই কোনো কিছু। তুল্যমূল্য বিচারে যার অবস্থান অনেক উঁচুতে। বিশ্বকাপ ক্রিকেটের পর থেকে ১৬ কোটি ক্রিকেটপ্রেমী ক্ষণ গুনছিল মুহূর্তটির। মাঝে অবশ্য শঙ্কার সৃষ্টি হয়েছিল সিরিজের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু সব শঙ্কাকে হাওয়ায় উড়িয়ে ভারতীয় ক্রিকেট দল কাল সকালে ঢাকায় পা রাখে। সফরে বিরাট কোহলির ভারত ফতুল্লায় খেলবে এক টেস্ট ও মিরপুরে তিন ওয়ানডে। সকালে পা রাখা ভারতীয় ক্রিকেট দল মিডিয়ার মুখোমুখি না হয়ে সরাসরি উঠে যায় হোটেলে। এরপর দুপুরে অনুশীলন করেন মিরপুর একাডেমি মাঠে।
হোটেলে ওঠে হালকা বিশ্রাম শেষে অনুশীলনের প্রস্তুতি নেন কোহলিরা। দুপুরে মিরপুরে উপস্থিত হয় ভারতীয় ক্রিকেট দল। কোহলি, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানেদের বহন করে আনা বাসকে নিরাপত্তা দেয় পুলিশ। নিরাপত্তা নিয়েই মিরপুরের সদর দরজা দিয়ে ভারতীয় দল ঢুকে পড়ে ড্রেসিং রুমে। সেখানে ১৫-২০ মিনিট কাটিয়ে ক্রিকেট সামগ্রী নিয়ে ধীরে হাঁটতে থাকে একাডেমি মাঠে ঢুকার রাস্তায়। ঢুকার পথে হঠাৎই থেমে পড়েন আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমাররা। থেমে পড়েন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দেখে। কিছুদিন আগে মাশরাফি রিকশা থেকে পড়ে আহত হয়েছেন, ভারতীয় ক্রিকেটাররা বেশ ভালোভাবেই জানেন। জানেন বলেই রাহানে, ইশান্তরা খোঁজখবর নেন টাইগার অধিনায়কের। মাশরাফিও তার দুই হাতের ক্ষতস্থান দেখান। এর মাঝে ইশান্ত রসিকতাও করেন। কম যাননি মাশরাফিও। ইশান্তর সমান লম্বা হতে পায়ের দুই তালুর ওপর দাঁড়িয়ে পড়েন। এ দেখে হেসে ওঠেন রাহানে, পুজারা। পুজারা মাঠে ঢুকতেই পর্দায় আবির্ভাব ভারতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর। মাশরাফির সঙ্গে দেখা হয় শাস্ত্রীরও। শাস্ত্রীও খোঁজ নেন। ভারতীয় ক্রিকেট দল একাডেমি মাঠে ঢুকতেই চলে আসেন মাশরাফি।
একাডেমি ভবনে যখন কোহলিরা প্রবেশ করেন, তখন ঘড়ির কাঁটায় বেলা ৩টা। সূর্যের তেজ কিছুটা কমেছে। তারপরও জ্যৈষ্ঠের রোদ বলে কথা! এমন গা জ্বালানো রোদেই অনুশীলন শুরু করেন কোহলিরা। ওয়ার্ম আপের পর ইশান্ত, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, বরুণ অ্যারনরা এক দিকের নেটে এবং অন্যদিকে হরভজন, কিরণ শর্মা, রবিচন্দন অশ্বিনরা বোলিং করা শুরু করেন। অনুশীলনে অনেক বেশি প্রাণবন্ত মনে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। প্রায় আড়াই ঘণ্টা অনুশীলন করে সন্ধ্যার আগে আগে হোটেলে ফিরে যায় ভারতীয় ক্রিকেট দল।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৭ জুন ঢাকায় আসার কথা ছিল কোহলিদের। কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসায় নিরাপত্তার জন্য একদিন পেছানো হয় শিডিউল। পরিবর্তিত শিডিউল মেনে কাল সকাল ৮টা ৫৫ মিনিটে জেট এয়ারওয়েজে কলকাতা থেকে ঢাকায় পা রাখেন কোহলিরা। ঢাকায় আসার আগে কলকাতার প্রচণ্ড গরমে দুই দিন ফিটনেস অনুশীলন করে ভারতীয় ক্রিকেটাররা। কলকাতা ছাড়ার আগে ভারতীয় টেস্ট অধিনায়ক কোহলি বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটে কী হয়েছে সেসব এখন অতীত। সেসব নিয়ে ভাবতে চাই না। আমরা তাকিয়ে আছি সামনের দিকে। ভালো খেলাই আমাদের লক্ষ্য।’ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে দুই দেশের বোর্ডের মধ্যে সম্পর্ক শীতল হয়ে পড়ে ছিল। ম্যাচটিতে বাজে আম্পায়ারিং এবং শ্রীনিবাসনের প্রভাব খাটানোকে মেনে নিতে না পেরে আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন আ হ ম মুস্তফা কামাল। শ্রীনিবাসনকে হটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদে পুনরায় বসেন জাগমোহন ডালমিয়া। ডালমিয়া আসার পর দুই বোর্ডের সম্পর্ক আবার উষ্ণ হয়। এর ফলেই তারকা ক্রিকেটারদের নিয়েই এসেছে ভারতীয় ক্রিকেট দল।
১০-১৪ জুন ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলবে একমাত্র টেস্ট।
শিরোনাম
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
বাংলাদেশ-ভারত সিরিজ
সকালে এসে দুপুরেই অনুশীলন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর