শেবাগ দিন কয়েক আগেই বলেছেন, টেস্টে বাংলাদেশ সাধারণ এক দল। তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তা মনে করেন না। আজ থেকে শুরু হচ্ছে ফতুল্লা টেস্ট। বাংলাদেশ-ভারত সিরিজের একমাত্র টেস্ট। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশকে সমীহ করেই কথা বললেন কোহলি।
শেবাগ বাংলাদেশকে অর্ডিনারি বলেছেন। আপনিও কী তাই মনে করেন?
কোহলি : আমি বাংলাদেশের বিপক্ষে কোনো টেস্ট খেলিনি। তবে ওয়ানডেতে তারা অনেক উন্নতি করেছে। এর ফলে তারা আত্মবিশ্বাসী এক দলে পরিণত হয়েছে। পাকিস্তানের বিপক্ষেও তারা ভালো ক্রিকেট খেলেছে। আমি যেহেতু তাদের বিরুদ্ধে টেস্ট খেলিনি তাই বলতে পারব না ভিন্ন পরিস্থিতিতে তারা কেমন খেলবে। তারা ওয়ানডে ক্রিকেটে অনেক উন্নতি করেছে। টেস্টেও সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি করবে। বাংলাদেশকে বিচার করার ক্ষমতা আমার সত্যিই নেই। আমাদের থিওরি হচ্ছে প্রতিটি প্রতিপক্ষকেই সমান দৃষ্টিতে দেখা। সমান গুরুত্ব দিয়ে খেলা। প্রতিপক্ষের নাম কী সেটা গুরুত্বপূর্ণ নয়।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আপনার পরিকল্পনা কি?
কোহলি : অবশ্যই আমাদের একটা পরিকল্পনা আছে। তামিম, মোমিনুল এবং সাকিব প্রতিটি ব্যাটসম্যানের জন্যই আমাদের ভিন্ন ভিন্ন পরিকল্পনা রয়েছে। তবে তাদের বিপক্ষে প্রথম টেস্ট খেলছি বলেই পরিস্থিতিটা ভিন্ন হবে। যেমনটা আমি আগেও বলেছি। ওয়ানডেতে তারা খুবই ভালো দল। টেস্টেও ভালো। সুতরাং আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছেই।
নরেন্দ্র মোদির বক্তব্য সম্পর্কে আপনার মতামত কি?
কোহলি : আমি আগেও বলেছি, কোনো দলকেই আমরা হালকাভাবে নিই না। আর বাংলাদেশের উন্নতি বিস্মিত করার মতোই। অস্ট্রেলিয়া বিশ্বকাপেও তারা বড় দলগুলোকে হারিয়েছে। কন্ডিশন ভিন্ন হলেও তারা নিজেদের আত্মবিশ্বাস দেখিয়েছে সেখানে।
আপনি কি মনে করেন বাংলাদেশ দল ভারতের মতো দলের বিপক্ষে ভালো লড়াই করতে পারবে?
কোহলি : নিশ্চয়ই তারা লড়াই করার ক্ষমতা রাখে। পাকিস্তানও তো ভালো দল ছিল। টেস্ট ক্রিকেটে পাকিস্তান এক দারুণ দল। আমাদের পক্ষ থেকে কোনো দলকেই আমরা ছোট করে দেখি না। আমাদের ভালো বল করতে হবে। ব্যাটসম্যান কী ডি ভিলিয়ার্স নাকি সাকিব আল হাসান তা দেখলে হবে না।
আপনাদের টিম কম্বিনেশনটা কেমন হবে?
কোহলি : এখানে উইকেটে ঘাস দেখতে পাচ্ছি। তারপরও আমরা বোলিং কোচের রিপোর্টের অপেক্ষায় আছি। এখানে কেমন উইকেট শিকার করা যাবে তার ওপর নির্ভর করবে দলের কম্বিনেশন। আমাদের দেখতে হবে তৃতীয় বোলারটা কি স্পিনার হবে নাকি পেসার।
ফতুল্লার জন্য প্রস্তুতিটা কেমন হলো?
কোহলি : বাংলাদেশে প্রায় সবগুলো উইকেটই একই রকম। মাটিতেও তেমন একটা পার্থক্য নেই। বাংলাদেশে আমাদের অনেকেই গত বছর খেলেছে। আপনি যেখানে অনেকবার ক্রিকেট খেলেছেন সেখানে বার বার অনুশীলনের প্রয়োজন নেই।
আপনি তো নতুন যুগ শুরু করতে যাচ্ছেন?
কোহলি : এটা সত্যিই দারুণ একটা ব্যাপার। আমি কখনোই ভাবিনি, ২৬ বছর বয়সেই ভারতকে টেস্টে নেতৃত্ব দেব। ছেলেবেলায় ভারতের হয়ে টেস্ট খেলার স্বপ্ন দেখতাম। গত কয়েক বছরে আমি নিজেকে প্রস্তুত করেছি। বিসিসিআই এবং আমার সতীর্থরা মনে করছে এ দায়িত্ব পালনের জন্য আমিই উপযুক্ত। এ জন্য আমি তাদের প্রতি সত্যিই কৃতজ্ঞ। আমি আশা করি, ইতিবাচকভাবেই শুরু করতে পারব।
বোলার কি পাঁচজন থাকছে আপনার দলে?
কোহলি : এটা একটা সম্ভাবনা। আমি ৬-৫ ফরম্যাটের দারুণ ভক্ত। তবে ম্যাচ নিয়ে আমাদের আরও আলোচনা করতে হবে।