বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটা ৪০ মিনিটে মাঠ পরিদর্শনের পর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এর আগে, বুধবার বৃষ্টি হলেও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পরে ব্যাট করতে পেরেছিল ভারত। ওইদনি কোনো উইকেট না হারিয়ে প্রথম ইনিংসে তারা তুলেছিল ২৩৯ রান। কিন্তু বৃহস্পতিবার সকাল ৭টার পর থেমে থেমে কয়েক দফার ভারি বর্ষণে মাঠের অবস্থা এতটাই খারাপ যে মাঠ পরিদর্শন শেষে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা।
বিডি-প্রতিদনি/১১ জুন, ২০১৫/মাহবুব