মঙ্গলবার সকালে হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে বগুড়ায় রওনা দিয়েছিলেন ক্রিকেটার সাব্বির রহমান। কিন্তু সেখানে পৌঁছেই আবার ঢাকার পথে রওনা হন তিনি। কারণটা তখনও ছিল অজানা!
সাব্বির কেন আবার ঢাকায় ফিরছেন, তা কারোরই জানা ছিল না। ওইদিনই দিবাগত রাত তিনটায় সাব্বিরকে পাওয়া গেল ঢাকার মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। সেলিব্রেটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নিতেই বগুড়া থেকে ঢাকায় আসেন সাব্বির। জাতীয় দলের এই ক্রিকেটার খেলেন সিম্ফনি অরেঞ্জ রকার্সের হয়ে।
রাত ৩টায় শুরু হওয়া ৬ ওভারের ম্যাচ শেষ হয় ভোর ৪টায়। পরে আবার বগুড়া ফিরে যান সাব্বির। জাতীয় দলের চুক্তিভুক্ত ক্রিকেটার হয়ে অনুমতি না নিয়ে খেলার জন্য সাব্বিরের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য একটি চিঠিও পাঠানো হয়েছে তাকে।
বিষয়টি নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাঈমুর রহমান দূর্জয় 'ইএসপিএনক্রিকইনফো'কে বলেন, 'ঘটনা সম্পর্কে জেনেছি। ওর কাছে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। ও জাতীয় দলের ওয়ানডে ক্রিকেটার, একই সাথে হাই পারফরম্যান্স দলের সদস্যও। ওর কিছু করার আগে বিসিবির অনুমতি নেওয়া উচিত ছিল।'
এদিকে নিয়ম ভাঙার অভিযোগে শাস্তির মুখেও পড়তে পারেন ডানহাতি এই ব্যাটসম্যান।
বিডি-প্রতিদিন/১১ জুন ২০১৫/ এস আহমেদ