একজন ইংল্যান্ডের সাবেক ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। অন্যজন ওয়েস্ট ইন্ডিসের মারমুখো ব্যাটসম্যান ক্রিস গেইল। দু'জনের খেলা ভিন্ন হলে খ্যাতির দিক থেকে কেউ কারো থেকে কম নয়। মাঠে ডেভিড বেকহ্যামের উপস্থিতি যেমন স্বদেশি দর্শকদের মনে স্বস্তি আর প্রতিপক্ষ দর্শকের অস্বস্তির কারণ ছিল। ঠিক মাঠে ব্যাট হাতে গেইল থাকলে জয় ধরতে বাজি দর্শকরা।
ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সমারসেটের হয়ে দুর্দান্ত খেলছেন ক্রিস গেইল। সে কারণে এখন তিনি লন্ডনে অবস্থান করছেন। আর শুক্রবার মাঠে নামার আগে সামান্য বিরতি পেয়ে বুধবার শপিংয়ে বের হন ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ওপেনার ক্রিস গেইল। আর লন্ডনে শপিং করতে গিয়েই দেখা হয়ে যায় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের সঙ্গে। সেখানে তোলা একটি পরবর্তীতে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন গেইল।
বিডি-প্রতিদনি/১১ জুন, ২০১৫/মাহবুব