উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে ইতিহাসের একমাত্র ক্লাব হিসেবে দ্বিতীয়বার ট্রিপল শিরোপা জয়ের রেকর্ড গড়েছে বার্সেলোনা। আর সেই শিরোপা নিয়ে স্পেনে ফেরার পরই ঘটে এক নিজের মধ্যে এক হাতাহাতির ঘটনা।
ওই দিন টিমবাসে ট্রফি প্যারেডের সময় দলের সেরা তারকা জাভির পা ধরে টেনে মজা করছিলেন নেইমার। কিন্তু বিষয়টা মোটেই ভালো লাগেনি স্প্যানিশ তারকা জাভি হার্নান্দেজের। শুধু তাই নয়, এতে জাভি এতটায় ক্ষুব্ধ হয়েছিলেন যে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে তিনি কয়েকবার ধাক্কাও মারেন। এরপর গালিগালাজও করেন বার্সাকে বিদায় বলে দেয়া জাভি।
এক পর্যায়ে ক্রুদ্ধ জাভি আবার নেইমারকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেন। পরিস্থিতি সামলাতে বাকি সতীর্থদের মধ্যস্থতা করতে হয়। নেইমার মুখে কিছু না বললেও বাকি সময়টা নাকি জাভির সঙ্গে কোনও কথা বলেননি।
গত ৮ জুন ইউটিউবে প্রকাশ করার পর এখন পর্যন্ত প্রায় ৪৩ লাখ দর্শক ভিডিওটি দেখে ফেলেছে।
https://www.youtube.com/watch?v=bJKTZKmHuE4
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৫/মাহবুব