শাহাদাত হোসেন রাজিব এখন কোথায় এবং কেমন আছেন? এমন বাদল দিনে প্রশ্নটি শুনে ভড়কে যেতে পারেন যে কেউ! কি হয়েছে শাহাদাতের? কিছু হয়নি। অস্ট্রেলিয়ায় হাঁটুর চিকিৎসা করানোর অপেক্ষায় রয়েছেন এই ডান হাতি ফাস্ট বোলার। হাঁটুর ইনজুরিতে মাঠের বাইরে। অথচ ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে যেতেন শাহাদাত। যদি বাংলাদেশের প্রস্তাবে সম্মত হতেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক। কিন্তু দলের কথা ভেবে চাপে থাকা পাকিস্তানি অধিনায়ক রাজি হননি। আহত শাহাদাতের পরিবর্তে মিরপুরে অন্য আরেক ক্রিকেটারকে খেলাতে চেয়েছিল বাংলাদেশ। যদি মিসবাহ সম্মত হতেন, তাহলে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এটাই হতো প্রথম ঘটনা। মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম ওভারেই আহত হন শাহাদাত। এরপর তার পক্ষে আর মাঠেই নামা হয়নি। বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তার পরিবর্তে অন্য এক ক্রিকেটারকে খেলানোর আবেদন করেছিল পাকিস্তানি অধিনায়কের কাছে। মিসবাহ রাজি হলে স্কোয়াডে থাকা অন্য কোনো ক্রিকেটারকে দেখা যেত মিরপুর টেস্টে খেলতে। মাঠে নেমে আহত হয়ে খেলতে না পারায় আহত ক্রিকেটারের পরিবর্তে অন্য আরেকজন খেলেছেন, এমন নজির অবশ্য খুব বেশি নেই ক্রিকেট ইতিহাসে। ১৯৮৬ সালে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে চারজন উইকেটকিপার খেলিয়েছিল ইংল্যান্ড। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ, তার উপর খুলনায় এগিয়ে থেকেও জিততে না পেরে পাহাড়সম চাপ নিয়ে খাঁদের কিনারায় এসে দাঁড়িয়েছিল পাকিস্তান। এই লজ্জা তাড়াতে মিরপুরে জয়ের কোনো বিকল্প ছিল না মিসবাহদের। তাই পূর্ণ শক্তি নিয়ে খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। যতটা সহজে জয় নিয়ে মাঠ ছেড়েছিল মিসবাহ বাহিনী, শাহাদাত খেললে হয়তো ততটা সহজ হতো না। কিংবা শাহাদাতের পরিবর্তে আরেক ক্রিকেটারকে খেলানোর অনুমতি দিলে, ম্যাচের চিত্রই হয়তো পাল্টে যেত! টেস্টের প্রথম ওভারেই আহত হন শাহাদাত। ওভারের প্রথম দুই বল বেশ ভালোভাবেই করেন শাহাদাত। কিন্তু তৃতীয় বল করতে এসেই পাল্টে যায় সব হিসাব। বল ডেলিভারি দেওয়ার ঠিক আগে হুমড়ি খেয়ে পড়েন উইকেটে। এরপর সতীর্থদের কাঁধে ভর করে চলে আসেন মাঠের বাইরে। এরপর দিনের প্রথম সেশনে আর বোলিং করেননি। লাঞ্চ বিরতিতে অবশ্য হিথ স্ট্রিককে নিয়ে মাঠে বোলিং করতে নেমেই বিপত্তি বাঁধে। প্রথম বল করতেই মাটিতে হুমড়ি খেয়ে পড়েন শাহাদাত। তখনই হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় এবং মাঠ থেকে ছিটকে পড়েন চার সপ্তাহের মতো। শাহাদাতের পরিবর্তে ক্রিকেটার চেয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট অবশ্য প্রথম দিন নতুন ক্রিকেটারের আবেদন করেনি। আবেদন করে দ্বিতীয়দিন। টাইগারদের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন পাকিস্তানের টিম ম্যানেজারের কাছে আবেদন করেন আইসিসির রিপ্লেসম্যান ক্রিকেটারের প্লেয়িং কন্ডিশন অনুসরণ করে। পাকিস্তানি ম্যানেজার টাইগার ম্যানেজারের অনুরোধটি জানান অধিনায়ক মিসবাহকে। কিন্তু রাজি হননি চাপে থাকা মিসবাহ।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
বাংলাদেশের অনুরোধ রাখেননি মিসবাহ
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর