শাহাদাত হোসেন রাজিব এখন কোথায় এবং কেমন আছেন? এমন বাদল দিনে প্রশ্নটি শুনে ভড়কে যেতে পারেন যে কেউ! কি হয়েছে শাহাদাতের? কিছু হয়নি। অস্ট্রেলিয়ায় হাঁটুর চিকিৎসা করানোর অপেক্ষায় রয়েছেন এই ডান হাতি ফাস্ট বোলার। হাঁটুর ইনজুরিতে মাঠের বাইরে। অথচ ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে যেতেন শাহাদাত। যদি বাংলাদেশের প্রস্তাবে সম্মত হতেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক। কিন্তু দলের কথা ভেবে চাপে থাকা পাকিস্তানি অধিনায়ক রাজি হননি। আহত শাহাদাতের পরিবর্তে মিরপুরে অন্য আরেক ক্রিকেটারকে খেলাতে চেয়েছিল বাংলাদেশ। যদি মিসবাহ সম্মত হতেন, তাহলে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এটাই হতো প্রথম ঘটনা। মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম ওভারেই আহত হন শাহাদাত। এরপর তার পক্ষে আর মাঠেই নামা হয়নি। বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তার পরিবর্তে অন্য এক ক্রিকেটারকে খেলানোর আবেদন করেছিল পাকিস্তানি অধিনায়কের কাছে। মিসবাহ রাজি হলে স্কোয়াডে থাকা অন্য কোনো ক্রিকেটারকে দেখা যেত মিরপুর টেস্টে খেলতে। মাঠে নেমে আহত হয়ে খেলতে না পারায় আহত ক্রিকেটারের পরিবর্তে অন্য আরেকজন খেলেছেন, এমন নজির অবশ্য খুব বেশি নেই ক্রিকেট ইতিহাসে। ১৯৮৬ সালে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে চারজন উইকেটকিপার খেলিয়েছিল ইংল্যান্ড। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ, তার উপর খুলনায় এগিয়ে থেকেও জিততে না পেরে পাহাড়সম চাপ নিয়ে খাঁদের কিনারায় এসে দাঁড়িয়েছিল পাকিস্তান। এই লজ্জা তাড়াতে মিরপুরে জয়ের কোনো বিকল্প ছিল না মিসবাহদের। তাই পূর্ণ শক্তি নিয়ে খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। যতটা সহজে জয় নিয়ে মাঠ ছেড়েছিল মিসবাহ বাহিনী, শাহাদাত খেললে হয়তো ততটা সহজ হতো না। কিংবা শাহাদাতের পরিবর্তে আরেক ক্রিকেটারকে খেলানোর অনুমতি দিলে, ম্যাচের চিত্রই হয়তো পাল্টে যেত! টেস্টের প্রথম ওভারেই আহত হন শাহাদাত। ওভারের প্রথম দুই বল বেশ ভালোভাবেই করেন শাহাদাত। কিন্তু তৃতীয় বল করতে এসেই পাল্টে যায় সব হিসাব। বল ডেলিভারি দেওয়ার ঠিক আগে হুমড়ি খেয়ে পড়েন উইকেটে। এরপর সতীর্থদের কাঁধে ভর করে চলে আসেন মাঠের বাইরে। এরপর দিনের প্রথম সেশনে আর বোলিং করেননি। লাঞ্চ বিরতিতে অবশ্য হিথ স্ট্রিককে নিয়ে মাঠে বোলিং করতে নেমেই বিপত্তি বাঁধে। প্রথম বল করতেই মাটিতে হুমড়ি খেয়ে পড়েন শাহাদাত। তখনই হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় এবং মাঠ থেকে ছিটকে পড়েন চার সপ্তাহের মতো। শাহাদাতের পরিবর্তে ক্রিকেটার চেয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট অবশ্য প্রথম দিন নতুন ক্রিকেটারের আবেদন করেনি। আবেদন করে দ্বিতীয়দিন। টাইগারদের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন পাকিস্তানের টিম ম্যানেজারের কাছে আবেদন করেন আইসিসির রিপ্লেসম্যান ক্রিকেটারের প্লেয়িং কন্ডিশন অনুসরণ করে। পাকিস্তানি ম্যানেজার টাইগার ম্যানেজারের অনুরোধটি জানান অধিনায়ক মিসবাহকে। কিন্তু রাজি হননি চাপে থাকা মিসবাহ।
শিরোনাম
- এল ক্লাসিকোতে শতবর্ষের ইতিহাস ভেঙে নতুন গল্প
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
বাংলাদেশের অনুরোধ রাখেননি মিসবাহ
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর